Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ফার্মেসীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে কয়েকটি ফার্মেসীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও ফার্মেসী বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে হবিগঞ্জ জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি।
গতকাল রবিবার সকাল ১০টায় “দূর্জয় হবিগঞ্জ” এর সামনে উক্ত মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন চলাকালে সমিতির সভাপতি শ্যামল মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মর্তুজা ইমতিয়াজ, এডঃ প্রবাল কুমার মোদক, পীযুষ চক্রবর্তী, একেএম নাছিম, হুমায়ুন কবির প্রমুখ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ব্যকস’এর সাবেক সভাপতি শাহবাজ চৌধুরী, বর্তমান সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এর সদস্য মশিউর রহমান শামীম, মীর জমিলুন্নবী ফয়সল, মোঃ নূরুল আমিন, এস.এম আউয়াল, মিজান চৌধুরী, মোঃ এনামুল হক শাহীন প্রমুখ।
বক্তাগণ বলেন, গত ১২ এপ্রিল হবিগঞ্জ শহরের হাসপাতাল সড়কের সুবর্না ফার্মেসী, আলম মেডিকেল ও লিয়াকত ফার্মেসীতে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় শহরে যেকোন উদ্ভুত পরিস্থিতির দায়-দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ফার্মেসী মালিকরা নিজ নিজ ফার্মেসী বন্ধ রেখে প্রতিবাদ জানান। এছাড়াও শহরের তিনকোনা পুকুড় পাড় ও পুরাতন হাসপাতাল সড়কের ব্যবসায়ীরা স্টাফ কোয়ার্টার মোড়ের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের হামলার প্রতিবাদে প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন।