Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকা- সিলেট মহা সড়কের কিবরিয়া চত্ত্বর অভিভাবকহীন! কোটি টাকা মূল্যের ভূমি অবৈধ দখলে ৩টি যাত্রী ছাউনি নির্মাণের দাবী এলাকাবাসীর

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ব্যস্ততম ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর অভিভাবকহীন হয়ে পড়েছে। একদিকে সরকারী কোটি টাকা মূল্যের ভূমি প্রভাবশালীদের দখলে অপরদিকে যাত্রী ছাউনির সংকটে জন দূর্ভোগ চরমে উঠেছে। নামে মাত্র দুটি যাত্রী ছাউনি ওই চত্ত্বরে সরকারী ও বেসরকারীভাবে নির্মিত হলেও চাহিদা অনুযায়ী দূর পাল্লার যাত্রীদের সেবা দিতে পারছেনা। বর্তমান সরকারের ডিজিটাল বাংলার ছোয়া লাগেনি শহীদ কিবরিয়ার নামে ওই চত্ত্বরটিতে। কর্তৃপক্ষের উদাসীনতা ও সরকারের সু-দূষ্টি না থাকায় আন্তঃজেলা ওই চৌরাস্তাটির উন্নয়নে সংশ্লিষ্টদের মাথা ব্যাথা নেই। দূর পাল্লার যাত্রী সাধারণ ও এলাকাবাসীর প্রশ্ন বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী প্রয়াত শহীদ কিবরিয়ার নামের ওই চত্ত্বরটিতে কবে আধুনিকতার ছোঁয়া লাগবে। এলাকাবাসীর অভিযোগ ঢাকা-সিলেট মহা সড়কের ওই শহীদ কিবরিয়া চত্ত্বরে চার পাশের সরকারের অধিগ্রহণকৃত কোটি কোটি টাকার মূল্যের ভূমি এক শ্রেণীর ভূমি খেকো চক্র জবর দখল করে দোকান কোটা, হোটেল রেষ্টুরেন্টের ঘর তৈরী করে তা ভাড়া দিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা কামাই করছে। এভাবে অবৈধভাবে শুন্য থেকে আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হচ্ছে। বিগত ১/১১ এর সরকারের আমলে যৌথ বাহিনী কর্তৃক এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে কিছুদিন যেতে না যেতেই ব্যাঙ্গের ছাতার মতো আবারো গজিয়ে উঠেছে। এলাকাবাসীর দাবী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যাত্রী দুর্ভোগ লাঘবে কমপক্ষে আরো ৩টি যাত্রী ছাউনী নির্মান। উল্লেখ্য, শহীদ কিবরিয়া চত্ত্বরের নানা সমস্যার সচিত্র প্রতিবেদন সম্প্রতি পত্র-পত্রিকায় প্রকাশ হলে নবীগঞ্জ উপজেলার তৎকালিন উপজেলা চেয়ারম্যান প্রয়াত হাদি গাজীর জীবদ্দশায় জেলা প্রশাসকের অর্থায়নে ওই চত্ত্বরের পূর্ব দক্ষিণ পাশে একটি যাত্রী ছাউনী নির্মান করা হয়। ওই যাত্রী ছাউনী দূরপাল্লার যাত্রী সাধারণের কোন কাজেই লাগছেনা। ওই যাত্রী ছাউনি নির্মানের প্রায় বছর খানেক পরে শেভরনের অর্থায়নে ওই চত্ত্বরের সিলেট রোডে আরেকটি যাত্রী ছাউনী নির্মান করা হয়। এতে হাতে গুনা ৮/১০জন বসার আসন থাকলেও শত শত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।