Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি কেয়া চৌধুরী’র অনুদানে হলদারপুরে পাকদের হাতে নিহত ৮ জনের কবর পাকাকরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার হলদারপুর দিবস ১৮ এপ্রিল। মুক্তিযুদ্ধ চলাকালে পাকদের বোমা হামলায় ওই গ্রামের ৮ জন নিহত হন। এত দিন তাদের কবর অবহেলায় ছিল। এমপি কেয়া চৌধুরী এ শহীদদের কবর পাকা করার উদ্যোগ গ্রহণ করেন। তার ডিও এর ভিত্তিতে সরকার বরাদ্দ দিলে হলদারপুরের শহীদদের কবরের প্রাচীর পাকা করা হয়। এজন্য এমপি কেয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
পঙ্গু নারী মুক্তিযোদ্ধা ফারিজা, শহীদ আঙ্গুরার বাবা আব্দুল খালেক, শহীদ পুত্র মনোহর এর উদ্বোধন করেন। পরে তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেয়া চৌধুরী।
উদ্বোধন শেষে গ্রামবাসীর উদ্যোগে হলদারপুর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি ফয়জুর রহমানের সভাপতিত্বে এ আলোচনায় প্রধান অতিথি’র বক্তব্যে হবিগঞ্জ ও সিলেট জেলার মহিলা আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন- শহীদদের ঋণ শোধ করার নয়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন করায় আজ আমরা সুখে শান্তিতে বসবাস করছি। তিনি বলেন, আজ এ আলোচনার সভার মাধ্যমে শহীদদের স্বরণ করলাম।  পরে যেন তাদের ভুলে না যাই। তারাসহ মুক্তিযুদ্ধে যারা ত্যাগ স্বীকার করেছেন, সকলকেই মনে রাখতে হবে।
এ সময় মুক্তিযোদ্ধা ফরিজা বেগম, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মতুর্জা, সাবেক যুবলীগ সভাপতি মোঃ লুৎফুর রহমান, মনোহর মিয়া, আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গসংগঠন নেতৃবৃন্দ হলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসী  উপস্থিত ছিলেন।