Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অলিপুরে ট্রাক চাপায় নিহত ২

কাজী মিজানুর রহমান ॥ মাধবপুরে ট্রাক চাপায় ২জনের প্রাণহানী ঘটেছে। এসময় আহত হয়েছে আরো ৩জন। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর নামক স্থানে এ হতাহতের ঘটনাটি ঘটে। এরা সবাই সিএনজি যাত্রী ছিলেন। নিহতরা হলেন-চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের কাজী সিদ্দিক আলীর ছেলে সিএনজি চালক কাজী সোহেল মিয়া (২৮) ও মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা আব্দুল হক (৫৫)। আহতরা হলেন-মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আব্দুল হকের মেয়ে তানিয়া আক্তার (২০), চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী গ্রামের মেমরাজ চাঁন (৬০) ও হবিগঞ্জ সদর উপজেলার বিরামচর গ্রামের হামিদা বানুু (৭০)। আহত ও নিহতরা এক সাথে এক্তিয়াপুর থেকে সিএনজি যোগে আব্দুল হকের শ্বশুর বাড়ি শায়েস্তাগঞ্জের বিরামচর বেরাতে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রাম থেকে একটি সিএনজি রিজার্ভ করে আব্দুল হক তার মেয়ে তানিয়া আক্তার, খালা শ্বাশুরী মেমরাজ চাঁন ও শ্বাশুরী হামিদা বানুুকে নিয়ে শ্বশুর বাড়ি শায়েস্তাগঞ্জের বিরামচর যাচ্ছিলেন। সিএনজিটি অলিপুর এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক (নং ঢাকা মেট্টো ট ১৪-৯২৫৪) সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক সোহেল মিয়া মারা যায়। এবং সিএনজি যাত্রী সবাই আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করে। এ সময় চিকিৎসাধিন অবস্থায় মারা যান আব্দুল হক। অপর আহত ৩ জনকে আশংকাজনক সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।