Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলায় ১ বছরে ৭শ কোটি টাকা ভ্যাট আদায়

স্টাফ রিপোর্টার ॥ প্রাকৃতিক সম্পদে ভরপুর হবিগঞ্জ জেলায় দ্রুত শিল্পায়ন হচ্ছে। ফলে হবিগঞ্জ জেলা থেকে সরকারী রাজস্ব আহরণও বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র ভ্যাট থেকেই গত বছর ৭শ কোটি টাকা রাজস্ব আহরণ করা হয়েছে। ভ্যাট আদায়ের ক্ষেত্রে সিলেট বিভাগে হবিগঞ্জ শীর্ষে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের উদ্যোগে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন,২০১২ করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে জানানো হয়, হবিগঞ্জ জেলায় প্রতি মাসেই ২০ কোট টাকার মত ভ্যাট আদায় হয়। গত বছর হবিগঞ্জ অফিস আদায় করে ৩৪২ কোটি টাকা। বড় স্কেলের ভ্যাট দাতা হওয়ায় বিবিয়ানা গ্যাস ফিল্ড ও শাহজীবাজার গ্যাস ফিল্ড ঢাকায় ভ্যাট প্রদান করে। তাদেও প্রদত্ত অর্থ মিলে জেলা থেকে ৭শ কোটি টাকার মত ভ্যাট আদায় হয়েছে। হবিগঞ্জের প্রধান ভ্যাট দাতা কোম্পানী হল রশিদপুর গ্যাস ফিল্ড, স্টার সিরামিক, আরএকে পেইন্ট ও আরএকে মসফ্লাই। সেমিনারে বলা হয়, সকল ব্যবসায়ীরা যদি ভ্যাট প্রদানে আন্তরিক হন তাহলে সরকারের সক্ষমতা আরও বাড়বে।
আবগারী ও ভ্যাট বিভাগ হবিগঞ্জের সহকারী কমিশনার রবীন্দ্র কুমার সিংহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর যুগ্ম-কমিশনার জুয়েল আহমেদ। বক্তব্য রাখেন, মার্চেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট রইছ মিয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জুনিয়র ভাইস প্রেসিডেন্ট অজেয় বিক্রম দাশ শিবু।