Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দারুল হিকমাহ’র উন্নয়নে সবসময় পাশে থাকব-মুনিম চৌধুরী এমপি

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও গুনীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন-নবীগঞ্জের গৌরব দারুল হিকমাহ’র উন্নয়নে সবসময় পাশে থাকব। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, মানবজমিন পত্রিকার স্টাফ রির্পোটার ও মাস্টার ফাউন্ডেশনের সেক্রেটারী এম.এ বাছিত, সংবর্ধিত গুণী ব্যক্তিত্ব মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম মাস্টার, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান শিশু, মাওলানা আঃ রকিব হক্কানী, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি আহমদ ঠাকুর রানা, বাউসা ইউনিয়নের মহিলা মেম্বার মরিয়ম বেগম, সংবর্ধিত ব্যক্তিত্ব কুহিনুর চৌধুরী ও মোঃ আঃ হক প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আঃ মালেক চৌধুরী, সাইদুল হক চৌধুরী সাদিক, মোঃ আক্কাছ আলী, আজিজুর রহমান, মাস্টার সোহেল আহমেদ, মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎুফর রহমান, অভিভাবক তৌহিদুল ইসলাম চৌধুরী, মাওলানা আঃ কাদির হোসাইনী, মাওলানা আঃ মুকিত পাঠান, হাফেজ মাহমুদ হোসাইন, শিক্ষক সোহেল আহমদ, মাওলানা হাফেজ লুৎফুর রহমান, মুফতি শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি মাদরাসার ধারাবাহিক ভাল ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন-দারুল হিকমাহ নবীগঞ্জের গৌরব। সিলেট বিভাগে ২য় স্থান অর্জন করে নবীগঞ্জবাসী বিশেষ করে আমাকে গৌরবান্বিত করেছে। তিনি মাদরাসার মূল ক্যাম্পাস ও মহিলা ক্যাম্পাসের মাঝখানে শাখা বরাক নদীর উপর ব্রীজ নির্মাণ, মাদরাসা এমপিও ভুক্তকরণ ও ৩ টন গম বরাদ্দের ঘোষণা সহ প্রতি বছরই তাঁর বরাদ্দ থেকে মাদরাসার উন্নয়নে অনুদান প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাদরাসার উন্নয়নে ৫০ হাজার টাকা ও প্রতি বছর সাধ্যমত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।