Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সরকারী রাস্তায় চলাচলে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রাস্তায় চলাচলে বাধা দেয়াকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটারমাটি গ্রামের গোলাম মুহিদ চৌধুরী ও তার ছেলেরা গ্রামের একটি সরকারী রাস্তা দিয়ে চলাচল করার সময় একই গ্রামের নানু মিয়া চৌধুরী ও তার পরিবার বাধা-নিষেধ করেন। এ নিয়ে বেশ কিছু দিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার বিকালে নানু চৌধুরীর ছেলে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধলে উভয় পক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে কুর্শি গ্রাম থেকে লোকজন এসে গোলাম কিবরীয়া চৌধুরীর পক্ষ অবলম্বন করলে উত্তপ্ত হয়ে উঠে। এদিকে স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত ফুটারমাটির নানু মিয়া চৌধুরী (৫৫), শামীনুর রহমান (২৫), গোলাম কিবরীয়া চৌধুরী (৪৫) এবং কুর্শি গ্রামের সুলেমান খান (৫৫)কে সিলেট এবং অপর আহত শরীফা বেগম চৌধুরী (৩৬), গোলাম শহীদ চৌধুরী (৮০), জাকির হোসেন চৌধুরী (২৫) এবং এমরান হোসেন চৌধুরী (২০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ঘটনার পর পর এলাকায় উভয় পক্ষের লোকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আহত নানু চৌধুরী জানান, সরকারী রাস্তায় চলাচল করতে গিয়ে তারা কুর্শি থেকে ভাড়াটে লোক নিয়ে তাদের উপর হামলা করলে সংঘর্ষ বাধে। অপর পক্ষের গোলাম কিবরিয়া চৌধুরী এ অভিযোগ অস্বীকার করেছেন।