Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেউন্দি চা বাগানে চলছে নাট্য উৎসব আজ আসছে নাট্যদল প্রাঙ্গনেমোর

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের দু’দিন ব্যাপী বর্ষবরণ বুধবার রাতে সম্পন্ন হয়েছে। উৎসবের প্রথম দিন সকালে বর্ণাঢ্য র‌্যালীর পুর্বে পরিষদের শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ শুরু হয়। বিকেলে বিবাড়িয়া থেকে আগত বিটিভি শিল্পীরা গানে গানে মাতিয়ে রাখেন হাজার হাজার দর্শকদের। সাথে ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনা। সমাপনী দিনে বুধবার বিকেল ৫টায় পরিষদের নাট্যদল নাটক তাসের দেশ পরিবেশন করে। রাতে সিলেটের বিখ্যাত লোকশিল্পীর মরিয়ম বেগম সুরমা ও তার দল লোকসঙ্গীত ও বাউল গান পরিবেশন করে চুনারুঘাটবাসীতে গভীর রাত পর্যন্ত মাতিয়ে রাখেন। পরিষদের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার আইন ও সংসদ বিটের প্রধান বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল দুদিন ব্যাপী চুনারুঘাটের বৃহৎ এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন।
এদিকে উপজেলার দেউন্দি চা বাগানে নববর্ষ উপলক্ষে ৩ দিন ব্যাপী বর্ষবরণ ও নাট্য উৎসব বুধবার থেকে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নাট্যদল নাটক ও আবৃত্তি পরিবেশন করেন।
আজ শুক্রবার সমাপনী দিনে নাট্য ব্যক্তিক্ত ঝুনা চৌধুরীসহ বেশ কয়েকজন অভিনেত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। এতে ঢাকার নাট্যদল প্রাঙ্গনেমোর মঞ্চস্থ্য করবে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামাপ্রেম নৃত্যনাট্য অবলম্বনে নাটক “শ্যামাপ্রেম”। নাটকটির মুল উপজীব্য বিষয় প্রেম ও মানবতা৪। যার নির্দেশনায় রয়েছেন অনন্ত হিরা। বর্ষবরণকে কেন্দ্র করে চা বাগানগুলোতে এখন উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বাগানে এ উপলক্ষে বৈশাখী মেলা বসেছে।