Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির প্রতিবাদ সভায় আবু জাহির এমপি ॥ যারা ইতিহাস বিকৃত করে তাদেরকে বিচারের কাটগড়ায় দাড়াতে হবে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন-জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়। জিয়াউর রহমান জীবিত থাকতে কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবী করে নাই। বিএনপি জামাতের কিছু প্রেতাত্মা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানাতে উঠে পড়ে লেগেছে। যারা দেশের আইন মানে না সংবিধান মানে না ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে ভুল তথ্য পরিবেশন করে। তাদেরকে আদালতের কাটগড়ায় দাড়াতে হবে। তাদের বিচার হবে। ইতিহাস বিকৃত, আইন বিরোধী ও সংবিধান লংঘনের দায়ে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। গতকাল বুধবার বিকেলে ২৬ই মার্চ বঙ্গবন্ধুকে কটুক্তির ও জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে মিথ্যা বক্তব্য দেওয়ার প্রতিবাদে মাধবপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত উপজেলা শহিদ মিনারের বিশাল প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ মো: মুসলিম এর সভাপতিত্বে ও আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তোফায়েল আহম্মদ অপু এবং উপজেলা ছাত্রলীগ সম্পাদক শহিদুল ইসলাম শান্তর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ডাক্তার ইস্তিয়ার আহম্মেদ রাজ, সম্পাদক মো: মোকিদুল ইসলাম মুকিদ, হবিগঞ্জ জেলা বারের সাধারণ সম্পাদক এড: সুবির রায়, জেলা তরুণলীগ আহ্বায়ক মর্তুজ আলী, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি জাহেদ খান, কামেশ রঞ্জন কর, ডাক্তার এনামুল হক শাহরাজ, সৈয়দ রাকিবুল হোসাইন তাহমির, শ্রীধাম দাস গুপ্ত, লুৎফুর রহমান, আসাদুজ্জামান গেন্দু, বেলাল চকদার, আলমগীর হোসেন টিপু, রোজি সিকদার প্রমুখ।