Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের আনোয়ারপুরে একটি পরিবারকে ॥ বসত বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ নিরাশ্রয় পরিবারটির মানবেতর দিনযাপন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে একটি অসহায় পরিবারের বাড়িঘর ভাংচুর করে জোরপূর্বক উচ্ছেদ করে দিয়েছে প্রভাবশালী একটি মহল। দখলদাররা ঘরের যাবতীয় মালামালও লুট করে নিয়ে গেছে। ওই পরিবরাটি নিরাশ্রয় হয়ে মানবেতর দিনযাপন করছে। গত ১০এপ্রিল উচ্ছেদের ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত ধলাই মিয়ার স্ত্রী বানেছা বেগম তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভূমিতে বসত বাড়ি বানিয়ে প্রায় ৫০বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি বানেছা বেগমের ভাই খুর্শেদ আলীসহ অন্যান্যরা বানেছা বেগমের বসত বাড়িটি দখলের পায়তারা শুরু করেন। এ ব্যাপারে সুজন মিয়া বাদী হয়ে গত ৩০ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় খুর্শেদ আলী, তার ভাই মনফর আলী, সমুজ আলী ও জনাব আলী এবং খুর্শেদ আলীর ছেলে সুমন মিয়া ও শাহীন মিয়া, মনফর আলীর ছেলে শামীম মিয়া এবং মিঠুন মিয়াকে আসামী করা হয়।
মামলার প্রেক্ষিতে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য থানাকে নির্দেশ দেন আদালত।
এরই মধ্যে ১০ এপ্রিল সকালের দিকে খুর্শেদ আলীসহ অন্যান্যরা বানেছা বেগমের বসত বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে দখলে নিয়ে নেয়। নিরুপায় হয়ে বানেছা বেগমের ছেলে সুজন মিয়া বানিয়াচং থানায় গিয়ে ঘটনা সম্পর্কে অবহিত করেন। পুলিশ ওই দিন বিকালে ঘটনাস্থলে এসে দখলদারদের ঘর বের করে দেয়। পরে রাত ১টার দিকে খুর্শেদ আলী পুনরায় দখল করে নেয়। এর পর থেকে বানেছা বেগম তার সন্তান ও নাতি নাতনীসহ পরিবারের সবাই নিরাশ্রয় হয়ে মানবেতর দিনযাপন করছে।