Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ স্কুল প্রতিষ্টায় ৮ গ্রামবাসীর সভায় ইউপি চেয়ারম্যানকে অবাঞ্ছিতের বিষয়টি অবহিত করেন খনকারীপাড়া গ্রামবাসী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ৮ গ্রামের সমন্বয়ে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে বাজকাশারা, গহরপুর, মোল্লারাই, সাদুল্লাপুর, আমতৈল, ভুবিরবাক, বেরীগাঁও, চৌশতপুর এবং হালিতলা গ্রামবাসীর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোহেল আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন-নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবদুল গফুর চৌধুরী, মুজিবুর রহমান শেফু, এম এ বাছিত, খলিলুর রহমান চৌধুরী দুদু, আলহাজ্ব সিরাজুল ইসলাম, আবদুল মালিক চৌধুরী, আপ্তাব মিয়া, আলহাজ্ব আবদুল হাছিব, মোঃ আলতা মিয়া, মাসুক মিয়া, মোঃ আবদুল মুকিত চৌধুরী, আবু ইউছুফ, কারী আবদুস সালাম, মোঃ মিনাল চৌধুরী, পলাশ রতন দাশ, মোঃ কমরু মিয়া, মতিউর রহমান চৌধুরী, মাওঃ খসরু মিয়া, কাউছার আহমদ, ছোহেল আহমদ চৌধুরী রিপন, শেখ ছইফা রহমান কাকলি, ফুরুক মিয়া, জামাল হোসেন, মোঃ ইয়াকুব আলী, খালেদ আহমদ, এম এ মুহিত, মোঃ সিরাজ মিয়া, হাফিজুর রহমান চৌধুরী, অঞ্জন রায় প্রমুখ।
সভায় খনকারীপাড়া গ্রামের শতাধিক মুরুব্বী ও যুবক উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ কর্তৃক খনকারীপাড়া গ্রামের মুরুব্বীদের সাথে অশালীন আচরণের জন্য তাকে অবাঞ্ছিত করার বিষয়টি অবহিত করেন। সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানো হয় সে জন্য সর্তক করা হয়।
সভায় খনকারীপাড়া গ্রামবাসী হাইস্কুল প্রতিষ্ঠায় একমত প্রকাশ করেন। সভায় থেকে খনকারীপাড়া গ্রামবাসীর কর্মসুচীর সাথে ৮ গ্রামবাসী ঐক্যমত পোষন করে চেয়ারম্যান সৈয়দ খালেদ এবং খণকারী পাড়া গ্রামের বিদ্যমান বিরোধ অবসানে গণ্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়েছে।