Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে তেলের পাইপ লাইন ফুটো হয়ে তেল বের হচ্ছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি পর্যন্ত আনা তেলের পাইপ লাইন ফুটো হয়ে তেল বের হচ্ছে। এ খবরে বিবিয়ানাসহ সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। তেল সংগ্রহে এলাকার শত শত মানুষ বিকেলে হুমড়ি খেয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেল নির্গত হওয়া বন্ধ করে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
খোঁজ নিয়ে জানা যায, নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে আশুগঞ্জের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) পর্যন্ত তেলের পাইপ রয়েছে। ওই পাইপ দিয়ে গ্যাসক্ষেত্র থেকে অপরিশোধিত তেল শোধনের জন্য আশুগঞ্জে নেয়া হয়। পরে তা সরবরাহ করা হয় বিভিন্ন ডিপোতে।
সোমবার বিকেলে আশুগঞ্জের আলমনগর গ্রামের ফিরোজ মিয়ার জমির নিচ থেকে তেল বেরুতে থাকে। এক পর্যায়ে তেল ছড়িয়ে পড়ে বিভিন্ন জমিতে। এলাকার লোকজন কলস, জগসহ বিভিন্ন পাত্রে তেল সংগ্রহ করে। কেউ কেউ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই তেল বিক্রি করেন।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) মোঃ তোফাজ্জল হোসেন জানান, বিষয়টি জানার পর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি। বিকেলে জিটিসিএল’র লোকজন এসে মেরামত শুরু করে। মেরামত শেষে তেল বের হওয়া বন্ধ হলে লোকজন সরতে শুরু করে।
আশুগঞ্জ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের উপ মহা-ব্যবস্থাপক মোঃ আব্দুল মোমেন জানান, আগের ত্র“টির কারণেই ওই এলাকা দিয়ে তেল বের হয়। আমরা বাল্ব বন্ধ করে দেয়ার পর তেল বের হচ্ছে না। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত হলে বলা যাবে কতটুকু তেল বের হয়েছে। শেভরনের কর্মকর্তারা এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি। শেভরনের মিডিয়া কর্মকর্তা বদরুদ্দিন বদর বলেন, আমরা এরকম একটা খবর পেয়েছি। তবে বিস্তারিত জানিনা।