Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান খালেদকে অবাঞ্ছিত ঘোষণাকারীদের ৭দিনের মধ্যে ক্ষমা প্রার্থনার আহবান

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের কতিপয় ব্যক্তি কুর্শি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলার ৩ বারের শ্রেষ্ঠ চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদকে অবাঞ্ছিত ঘোষনার প্রতিবাদে ইউনিয়নের ৩৬টি গ্রামের জনগণ গতকাল ইউনিয়ন অফিস প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। প্রতিবাদ সমাবেশে সৈয়দ খালেদুর রহমান খালেদকে অবাঞ্ছিত ঘোষণাকারীদের ক্ষমা প্রার্থনার জন্য এক সপ্তাহ সময়সীমা বেধে দেয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়। সাবেক ইউপি মেম্বার আলহাজ্ব চুনু মিয়ার সভাপতিত্বে ও মির্জা আলী আজম রায়হান এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আলহাজ্ব মশ্বফুর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়েদুল কাদের হেলাল, প্যানেল চেয়ারম্যান ফারছু মিয়া, মাস্টার আবিদুর রহমান, মাস্টার আব্দুল মালিক চৌধুরী মুসা, সাবেক মেম্বার আব্দুর রহিম, মোঃ সাদির উল্লা, সাবেক মেম্বার হাজী মিরাশ উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার দিলকাছ মিয়া, আওয়ামীলীগ নেতা সৈয়দ হায়দর আলী, মোঃ ফিরোজ মিয়া, ইউপি মেম্বার সৈয়দ নাজমুল হোসেন হারুন, আব্দাল মিয়া, শাহ্ সামছুল ইসলাম সুজন, আব্দুস সহিদ, জামাল উদ্দিন ও মোঃ সাজন মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নূর মিয়া মেম্বার, মোঃ আঃ হাই, আবুল হোসেন, সাবেক মেম্বার আব্দুস সোবহান, হাজী আলিম উদ্দিন, সপুর উল্লা, সুফি মিয়া, তৌফিক আলী সর্দার, সাগর খাঁন, আব্দুল বাছিত রাসেল, হাজী আঃ হাসিম, নিলু বৈদ্য, ডাঃ নজরুল, ডিড রাইটার হারুনুর রশিদ, শফিকুল আলম, হারুন মেম্বার, বিমল সূত্রধর, সাবেক মেম্বার ফারছু মিয়া, মোঃ হায়দর মিয়া, সৈয়দ নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান ইব্রাহিম, সৈয়দ সমসুল মিয়া, আঃ মন্নান, ডাঃ তালেব হোসেন, মোঃ এনাম, সাবেক মেম্বার মোঃ মানিক মিয়া, আঃ হাই (ছাবু), শাহ্ ছাবির আহমদ চৌধুরী, হাফেজ শফিকুর রহমান, হাজী আলিম উল্লা, সদর উদ্দিন চৌধুরী, রাশিদ উল্লা, মোতাব্বির হোসেন সর্দার, আবুল কালাম মিঠু, জামাল আহমদ, আলী আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ মার্চ কুর্শি-ফুটারমাটি রাস্তায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে একটি মহল ডাকাতদের পক্ষ অবলম্বন করে জননন্দিত ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের বিরুদ্ধে বিভিন্ন ধরনে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খনকারীপাড়া গ্রামের কতিপয় ব্যক্তি সৈয়দ খালেদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেন। পরে ইউনিয়ন অফিস থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বাংলাবাজার প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়। মিছিলকারীরা এসময় সৈয়দ খালেদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন।