Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের শংকপুরে এমপি কেয়া চৌধুরী ॥ যেখানেই সমস্যা এখানেই জননেত্রী’র উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয় চৌধুরী বলেচেন-অবহেলিত জনপদের উন্নয়নই আমার কাজ। ঘরে বসে উন্নয়ন পরিচালিত করতে এমপি হয়নি। জননেত্রী শেখ হাসিনা আমাকে এমপি নির্বাচিত করেছেন মাঠে এসে তৃণমূলের উন্নয়নে কাজ করার জন্য। আমি নেত্রীর এ নির্দেশ মেনে সকল বাঁধা উপেক্ষা করে তৃণমুলের উন্নয়নে কাজ করছি। আমার উন্নয়ন কার্যক্রম কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না। যেখানেই সমস্যা এখানেই জননেত্রী’র উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। গ্র“পিং করার জন্য নয়। তিনি শংকরপুর এলাকার বিদ্যুৎ সমস্যা সমাধান, স্কুল, মসজিদ, রাস্তার উন্নয়ন আশ্বাস দেন।
গত শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার শংকরপুরবাসীর উদ্যোগে দেয়া গণ-সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। মোঃ রমজান মিয়ার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন-ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী শাহ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক জগৎ সরকার, বিধু ভোষন চৌধুরী, দুদু মিয়া, সোনাহর আলম চৌধুরী, শিল্পী দাশ প্রমুখ। শুরুতেই ফুল দিয়ে এমপি কেয়া চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়। এ সভায় আওয়ামীলীগ, যুবলীগ, নেতৃবৃন্দসহ শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন। সংবর্ধনাকালে এমপি কেয়া চৌধুরী শংকরপুর স্কুলে সৌর বিদ্যুৎ উদ্বোধন করেন।