Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ২৮টি গ্রামীণ পাঠাগারে শেভরনের অর্থায়নে বই বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরন বাংলাদেশের অর্থায়নে ও আইডিয়ার বিকল্প জীবিকায়ন কর্মসূচীর আওতায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, দীঘলবাক ও আউশকান্দি ইউনিয়নের ২৮টি গ্রাম সমাজ উন্নয়ন কেন্দ্রের গ্রামীণ পাঠাগারে এক হাজার বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বেলা ২টায় আউশকান্দিতে আইডিয়ার সাব অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্প ম্যানেজার আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেভরণ বাংলাদশের ম্যানেজার কমিউনিটি এ্যাংগেজমেন্ট বিবিয়ানা শাখার মলয় কুমার সরকার, কমিউনিটি এ্যাংগেজমেন্ট ইমাম হাসান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মুসলিমা বেগম, প্রভাষক ফাতেমা মোতালেব, ইনাতগঞ্জ আউশকান্দি ও দীঘলবাক এর ২৮টি গ্রামের সমাজ উন্নয়ন কেন্দ্রের সভাপতিগণসহ উক্ত পাঠাগারগুলির সচিববৃন্দ। উপস্থিত অতিথিগণ শেভরনের এ মহৎ কাজের জন্য ধন্যবাদ জানান।