Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে শিক্ষক স্বপন হত্যাকান্ড ॥ নবীগঞ্জের ৩ যুবক আটক স্বপনের মোবাইল উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের শিক্ষক আবু মুসা স্বপন হত্যা মামলার আরো ৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১ জনের কাছ থেকে আবু মুসার ব্যবহৃত সিমপনী মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটকরা হল, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের সফর উল্লার পুত্র নুরুল আমিন (৩০) একই গ্রামের আব্দুল মতলিবের পুত্র জুয়েল মিয়া (২৫) ও তবারক আলীর পুত্র সফিক মিয়া (২০)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় তাদের বাড়ি থেকে আটক করেন। গতকাল শুক্রবার রাত ৮টায় আটককৃতদেরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় এসআই ইব্রাহিম জানান, নুরুল আমিনের কাছ থেকে নিহত স্বপনের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং ওই মামলার মুল আসামীকে ধরতে অভিযান অব্যাহত আছে। শিঘ্রই ওই মামলার মূল আসামীকে আটক করা হবে। আটক করলেই খুনের রহস্য উদঘাটন হয়ে যাবে। তবে কোনো নির্দোষ লোককে এই মামলায় জড়ানো হবে না। তদন্ত কার্যক্রম অনেকটা অগ্রসর হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে স্বপন হত্যাকান্ডে জড়িত সন্দেহে ৪জনকে আটক করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৭জনকে আটক করা হয়েছে।