Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উমেদনগরে দুর্ঘটনায় নিহত ৪ পরিবারে চলছে শোকের মাতম চালককে গ্রেফতার ও শাস্তি দাবী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উমেদনগর অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে মাটি বোঝাই ট্রাক্টর চাপায় নিহত ৪ জনের পরিবারে চলছে শোকের মাতম। ঘটনার তিন দিন পরও শোক কাটেনি তাদের পরিবারে। স্বজন হারানোদের পরিবারের পক্ষ থেকে ঘাতক ট্রাক্টর চালকের গ্রেফতার ও শাস্তি দাবী করা হয়েছে। পাশাপাশি আর কোন মায়ের বুক যাতে খালি না হয় তার জন্য অদক্ষ চালক নির্মূল করারও দাবী তাদের। গতকাল সরে জমিনে গিয়ে নিহতদের পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে ট্রাক্টর চলাচল সকাল ৮টার পর থেকে শহর ও আশপাশ এলাকায় চলাচল বন্ধ থাকার কথা থাকলে প্রশাসনের এ নির্দেশকে অমান্য করে ওই রোড দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ট্রাক্টর চলচল করছে। পাশপাশি অদ্য চালক দ্বারা টমটমও চলাচল করছে। এতে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। সূত্র জানায়, টমটম পরিবহন নিয়ে ৫/৬ মাস পূর্বে উমেদনগর এলাকায় ৩ ঘন্টাব্যাপী রক্তয়ী সংঘর্ষ হয়েছে। এছাড়া গত এক মাস আগে আলমপুর এলাকায় টমটম দুর্ঘটনায় আরেক শিশু নিহত হয়। নিহত শিশু সামিয়া আক্তারের বাবা ছায়েদ মিয়া জানান, আমার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু ঘাতক ট্রাক্টর আমার মেয়ের প্রাণ কেরে নিল। আমি ঘাতক চালকের শাস্তির দাবি করছি। নিহতদের পারিবারিক সূত্রে আরো জানান, টমটম সমিতির নামে হবিগঞ্জ থেকে আলীগঞ্জ রোডে একটি মহল ৫/৬ হাজার টাকা চাঁদা নিয়ে এ রোড দিয়ে অবৈধ টমটম পরিবহন সার্ভিস চালু করছে। এতে অদক্ষ চালক দ্বারা টমটম চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। নিহত শিশু সামিয়া আক্তারের নানা উমেদনগর গ্রামের সামুক মিয়া জানান, ট্রাক্টর, টমটমসহ অবৈধ যান বাহন চলাচলের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আমিও আমার নাতনিকে হারিয়েছি। যারা আমার নাতিনের প্রাণ কেরে নিয়েছে আমি তাদের শাস্তি দাবি করছি এবং অবৈধ ট্রাক্টর ও টমটম চলাচল বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। অপর দিকে আহত বানিয়াচঙ্গ উপজেলার বাঘজোড় গ্রামের আব্দুল জলিল চৌধুরীর শারারীক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তার পরিবারের সূত্র জানা গেছে, গত বুধবার তার শারিরীক অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আহত টমটম চালক কাউছার মিয়া সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থায় অনেকটা উন্নত হয়েছে। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, ট্রাক্টর চালক আব্দুর রহিমকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য গত বুধবার সকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উমেদনগর অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে মাটি বোঝাই ট্রাক্টর একটি টমটমকে ধাক্কা দিলে মহিলা শিশুসহ ৪জন নিহত হয় এবং টমটম চালকসহ ৪ যাত্রী আহত হয়।