Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের রায়হান মাহমুদের কৃতিত্ব যুক্তরাজ্যের এঞ্জালিয়া রাসকিন ভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের কৃতি সন্তান শাহ মো: রায়হান মাহমুদ যুক্তরাজ্যের বিখ্যাত এঞ্জালিয়া রাসকিন ইউনিভার্সিটি থেকে হিসাব বিজ্ঞানে কৃতিত্বের সাথে ব্যাচেলর (স্নাতক) ডিগ্রি লাভ করেছেন। শাহ মো: রায়হান মাহমুদ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের ফকির বাড়ির মরহুম শাহ মো: জহুর আহমেদের (সাবেক এসডিও) কনিষ্ট পুত্র।  রায়হানের বড় ভাই সায়ান মাহমুদ চট্রগ্রাম ইউনিভার্সিটি হতে ইংরেজীতে স্নাতক ও পরবর্তীতে স্কলারশীপ নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটিতে আইটির উপর ৬বছর অধ্যয়ন শেষে দেশে এসে বর্তমানে একটি আন্তর্জাতিক কোম্পানীর সি.ই.ও পদে কর্মরত আছেন। তিনি এক পুত্র সন্তানের জনক। তাঁর বড় বোন সাজিয়া নারমিন সুমি (স্নাতক) আমেরিকা প্রবাসী। সুমির স্বামীও আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার। তারা এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক জননী। ছোট বোন শাহ রেজোয়ানা নারমিন রিয়া (এ.সি.সি.এ) একাউন্টিংয়ে উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত। বর্তমানে তিনি লন্ডনে একটি বিখ্যাত কোম্পানীর চীপ একাউন্টেন্ট হিসাবে কর্মরত আছেন। তার স্বামী লন্ডনের একটি কোম্পানীর ইঞ্জিনিয়ার। রায়হানসহ তার পরিবারের সবাই সকলের দোয়াপ্রার্থী।