Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পৌর এলাকার উমেদনগরে ॥ বেপরোয়া ট্রাক্টর কেড়ে নিল শিশুসহ ৪জনের প্রাণ

কাজী মিজানুর রহমান ॥  বেপরোয়া ট্রাক্টর চাপায় টমটম যাত্রী শিশু ও নারী-পুরুষসহ ৪জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছে আরো ৪জন। হতাহতরা সবাই টমটম যাত্রী। গতকাল বুধবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ শহরতলীর নবীগঞ্জ সড়কের উমেদনগর এলাকায় অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের লাল মিয়া (৫০), একই গ্রামের শাহীদ মিয়ার ১বছরের শিশু কন্যা সামিয়া আক্তার, রামগঞ্জের কলিম মিয়া (৩৫) ও চরগাঁও গ্রামের উমর আলীর স্ত্রী রহিমা খাতুন (৩৫)। নিহত শিশু সামিয়ার মা রাহাতুন গুরুতর আহত হয়েছে। মায়ের জ্ঞান না ফেরায় তিনি জানতে পারেননি সন্তানের মৃত্যুর খবর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে-আলীগঞ্জ বাজার থেকে একটি টমটম যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। টমটমটি উল্লেখিত স্থানে পৌছুলে বিপরীতমুখী বালু বোঝাই একটি ট্রাক্টর অপর একটি গাড়িকে অভারটেক করার সময় টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে টমটমটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই লাল মিয়া নিহত হন। অপর আহতদের হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধিন অবস্থায় মারা যান অপর ৩জন।
দুর্ঘটনায় আহতরা হলেন রাহাতুন বেগম (২০), আল-আমিন (২৮), ফুলেন দাশ (৩০), জালাল মিয়া (৫০)। এদের মধ্যে জালাল মিয়াকে সিলেট ও অপর ৩জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল হাসপাতাল ছুটে আসেন বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। এর পর তিনি সার্বক্ষণিক অবস্থান করে নিহতদের ময়না তদন্ত ও আহতদের চিকিৎসা কার্যক্রম তদারকি ও সহযোগিতা করেন। গতকালই নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় ওই এলাকা জুরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। দৌলতপুর, রামনগর ও চরগাও গ্রামে নিহতদের স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। এ মৃত্যুকে কেউ মেনে নিতে পারছেন না।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান গতকাল বুধবার সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার পর পুলিশ ট্রাক্টরটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।