Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর উপজেলার নুরপুর ইউনিয়ন বিভক্ত করা নিয়ে স্থানীয় জনতা দু’ভাগে বিভক্ত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জকে উপজেলা গঠনের জন্য নূরপুর ইউনিয়নকে দুইভাগে বিভক্ত করা নিয়ে কোন্দল চরম আকার ধারণ করেছে। একপক্ষ বিভক্ত হতে দিতে নারাজ। আর অপর পক্ষ চাচ্ছে বিভক্তির মাধ্যমে শায়েস্তাগঞ্জ উপজেলায় অন্তর্ভূক্তি। দুই পক্ষের কর্মসূচি, পাল্টা কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে ইউনিয়নের জনপদ। গতকাল বুধবার দুপুরে ঢাকা-সিলেট রেললাইনে সীমানা চিহ্নিত করে নূরপুর ইউনিয়নকে দু’ভাগে বিভক্ত করার দাবিতে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবরে আবেদন করেছে এক পক্ষ। অনুলিপি দেয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে। তাদের দাবি, নূরপুর ইউনিয়নকে দুইভাগে ভাগ করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হউক। এতে জনগণ অধিকতর সেবা পাবে। অপরদিকে, এর আগের দিন মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৭ দিনের মধ্যে নূরপুর ইউনিয়নকে বিভক্ত করার প্রজ্ঞাপন বাতিল না করা হলে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেয় অপর পক্ষ। তাদের দাবি, স্থানীয়দের সাথে কোন আলাপ আলোচনা না করে নূরপুর ইউনিয়নকে বিভক্ত করার প্রক্রিয়াটি ষড়যন্ত্রমূলক। তারা ঐতিহ্যবাহী নূরপুর ইউনিয়নকে অবিভক্ত দেখতে চান। তবে শায়েস্তাগঞ্জ উপজেলায় সম্পৃক্ত হতে তাদেরও কোন আপত্তি নেই। এ অবস্থায় বিভক্তি নিয়ে নূরপুর ইউনিয়নবাসীর মধ্যে কোন্দল চরম আকার ধারণ করছে আর এতে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার জনপদ।