Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ ও সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ ও সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আউশকান্দি মাহবুবা কমিনিটি সেন্টারের দু’তলায় আইডিয়ার হল রোমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মাসুক মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন। ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স-আইডিয়ার মাধ্যমে শেভরনের সহযোগীতায় বিকল্পজীবিকায়ন প্রকল্পের আওতায় বিবিয়ানা এলাকার ১২টি গ্রামের সচেতন নারী-পুরুষদের নিয়ে কর্মশালা অনুষ্টিত হয়। আইডিয়ার প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এম মুজিবুর রহমান, আইডিয়ার মনিটরিং অফিসার সালাউদ্দিন, ফিল্ড ফ্যাসিলিটেটর শ্রীকান্ত বৈদ্য, ফিল্ড ফ্যাসিলিটেটর তারেকুল ইসলাম, ছালেহ আহমেদ, মোঃ আব্দুল মুহিত, তৈয়ব আলী প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ফাহমিদা ইয়াসমিন বলেন, সমাজ থেকে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে গণ সচেতনতার প্রয়োজন। শুধু আইন প্রশাসন দিয়ে বাল্য বিবাহ রোধ করা সম্ভব নয়। এর জন্য দরকার নারী পুরুষের সচেতনতা। বাল্য বিবাহে প্রতিরোধে সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্য বিবাহে অপ্রাপ্ত কিশোর- কিশোরীর জীবন অকালেই ঝড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশীর ভাগ। বাল্য বিবাহে অনেক প্রসূতি মা ও শিশুকে অকালেই ঝড়ে গিয়ে চিরদিনের জন্য আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তাই কুড়ি হলে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয়। মেয়েদের কমপক্ষে ১৮ ও ছেলেদের ২১ বছর বয়স না হওয়া পর্যন্ত আইনিভাবে বিবাহ নিষিদ্ধ। তাই প্রাপ্ত বয়সে আমাদের ছেলে মেয়েদের বিবাহ বন্ধনে জড়িয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একটি সেতু বন্ধন তৈরী করতে হবে। তবেই মা ও শিশুর মৃত্যুর হার কমানো সম্ভব হবে।