Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাটখাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে মাওঃ আনোয়ার আলী ॥ সাংস্কৃতির নামে অশ্লীলতা বন্ধ করতে হলে ইসলামী সংস্কৃতির চর্চা প্রয়োজন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং থানাধীন কাটখাল আলফালাহ যুব সংঘের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা গত ৬এপ্রিল কাটখাল গ্রামে অনূষ্ঠিত হয়েছে। মাওলানা মুফতি বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচনা পেশ করেন মাওলানা আবুল ফজল শায়খে কাটখালি, মাওলানা আইয়ূব বিন সিদ্দিক, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি এবং বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, ফবাস্সীর প্রমূখ।
মাওলানা আনোয়ার আলী তার বক্তৃতায় বলেন এদেশ থেকে সাংস্কৃতির নামে অশ্লীলতা বন্ধ করতে হলে ইসলামী সংস্কৃতির বেশী বেশী চর্চা প্রয়োজন। একশ্রেণীর লোকেরা মনে করে যে সংস্কৃতি মানেই হল উলঙ্গ হয়ে নাচা, ছেলে-মেয়ে অবাধে মেলামেশা, গানবাজনা করা ইত্যাদি। এ থেকে যুব সমাজকে সরিয়ে আনতে হলে ইসলামী সংস্কৃতির আরো বেশী পরিচর্চা প্রয়োজন।