Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচন ১৩ পদে ২৭ প্রার্থীর ভোট যুদ্ধ শুরু

স্টাফ রিপোর্টার ॥ ৫৩১ সদস্যের সংগঠন হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে। গত ১৫ বছরের মধ্যে এবারই প্রায় সকল পদে নির্বাচন হচ্ছে। অন্যান্য বছর সমঝোতার ভিত্তিতে বেশির ভাগ পদেই নির্বাচন হয়নি। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতি বছরই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবছর সভাপতি পদে রেকর্ড সংখ্যক ৫ প্রার্থী এডঃ ছালেহ উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম তালুকদার, মহিবুর রহমান, হাবিবুর রহমান, ও আব্দুল হান্নান চৌধুরী প্রতিদ্বন্ধিতা করছেন। সহসভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন এডঃ জসিম উদ্দিন ও মুরলী ধর দাশ, সাধারণ সম্পাদক পদে এডঃ নিজামুল হক লস্কর, মোঃ মুদ্দত আলী ও সুবীর রায় প্রতিদ্বন্ধিতা করবেন। যুগ্ম সাধারণ সম্পাদক ১ম শাখায় প্রতিদ্বন্ধিতা করছেন এডঃ আবুল ফয়েজ মোঃ খায়রুল ইসলাম ও মোঃ নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ২য় শাখায় নির্বাচন করবেন এডঃ জসিম উদ্দিন ও মজিবুর রহমান, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন এডঃ এনামুল হক ও এম এ মজিদ, ৪টি সিনিয়র সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করবেন ৬ প্রার্থী এডঃ আব্দুল আহাদ, সৈয়দ আফজাল আলী, নাজিম উদ্দিন খান, মনিরুল ইসলাম, মতিউর রহমান ও সালেহ উদ্দিন আহমেদ। ৩টি জুনিয়র সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্ধি ৫ প্রার্থী হলেন এডঃ এজে জালাল আহমেদ, আব্দুল মতিন, মেরী আক্তার চৌধুরী, মোজাম্মেল হক রালে ও মোল্লা আবু নঈম মোঃ শিবলী খায়ের। এদিকে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে লাইব্রেরী সম্পাদক পদে এডঃ লতিফুর রহমান অনু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি এডভোকেট শাহ হারুনুর রশিদ সোহেল ও এডঃ মিজানুর রহমান তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এডঃ অনু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। ১৪টি পদের মধ্যে বাকী ১৩ টি পদে ২৭ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নির্বাচনে কোনো কোনো প্রার্থী দলীয় পরিচয় বহন করে ভোট প্রার্থনা করলেও শেষ মুহুর্তে বরাবরের মতো এবারও ব্যক্তিগত ইমেজই নির্বাচনে বড় বেশি প্রভাব বিস্তার করতে পারে ধারনা সাধারণ ভোটারদের।