Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শিকারীদের কাছ থেকে উদ্ধার করা ২৮টি পাখি অবমুক্ত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে শিকারীদের কছে থেকে উদ্ধার করা ২৮টি পাখি হাওরে অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বানিয়াচং উপজেলার কামড়াফোক হাওরের বিলে পাখিগুলো অবমুক্ত করে বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পাখিগুলোর মধ্যে, ৪টি রাজ সরালি, ৪টি সরালি, ২টি উড স্যান্ড পিপার, ১৫টি নেও পিপি, ২টি কানি বক ও একটি শালিক।
বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাঈদ আলী জানান, রোববার বাংলাদেশ বার্ড ক্লাবের কয়েকজন সদস্য নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে গেলে ওই এলাকার দেবপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া তাদের কাছে পাখি বিক্রির প্রস্তাব দেন। এক পর্যায়ে সাজ্জাদ মিয়া পাখি শিকার ও বিক্রির কথা অস্বীকার করলে বার্ড ক্লাবের সদস্যরা বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন সাজ্জাদ মিয়াকে আটক করলে সে ২৪টি পাখি বনবিভাগের হাতে তুলে দেয়। এসময় একই গ্রামের রেখাত উল্লা’র ছেলে সামছু মিয়ার কাছ থেকে আরো ৪টি পাখি উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় আটককৃত সাজ্জাদ মিয়া ও সামছু মিয়াকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
গতকাল সোমবার দুপুরে উদ্ধারকৃত এসব পাখি বানিয়াচং উপজেলার কামড়াফোক হাওরের বিলে অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাঈদ আলী, বণ্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রাশেদুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমূখ।