Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর প্রাণনাশের হুমকির প্রতিবাদে নবীগঞ্জ কৃষকলীগের সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর প্রাণনাশের হুমকির প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের একসভা গত রবিবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের সভাপতি এড. শেখ শাহনুর আলম ছানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়ের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ দরবেশ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরমনি সরকার, বিষ্ণুপদ রায়, সাংগঠনিক সম্পাদক দ্বিজেন্দ্র রায় মহাদেব, মোঃ আফজল হোসেন, ১১নং ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক সাবেক মেম্বার দিলাওর মিয়া, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শেখ সজিদ মিয়া, ৬নং ইউপি কৃষকলীগের আহবায়ক নিজাম উদ্দিন, কৃষকলীগ নেতা রশিদ আলী, মোঃ আব্দুল সহিদ, উপজেলা কৃষলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, প্রচার সম্পাদক করুনাময় দে বাচ্চু, পৌর কৃষকলীগের ৮নং ওয়ার্ডের সভাপতি রূপায়ন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রনবীর দাশ সামন্ত, ৮নং ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক ইউপি মেম্বার ইমান আলী তালুকদার, ৯নং ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মোঃ সাজন মিয়া, মোঃ ছায়েদ মিয়া, রবীন্দ্র দেবনাথ, ১২ নং ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মোঃ কয়েছ মিয়া, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, কৃষকলীগ নেতা সাবেক মেম্বার অনিল পুরকায়স্থ, শৈলেশ দাশ, বাদল সরকার, বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, ১নং ইউনিয়ন কৃষকলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অরুন বিজয় দাশ, উপজেলা কৃষকলীগ নেতা নিজামুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর প্রাণনাশের হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হুমকিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। তারা ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার জন্য ও প্রশাসনের প্রতি দাবী জানান।