Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ অফিসের ভূমির মালিকানা দাবী করে মামলা ॥ চেয়ারম্যান সনজু চৌধুরীসহ ২৫ জন অভিযুক্ত

চুনারুঘাট প্রতিনিধি ॥ উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের ভুমির মালিকানার দাবীতে মামলা দায়ের হয়েছে। ওই ইউনিয়নের কালামন্ডল গ্রামের মৃত মেন্দি মিয়ার পুত্র আব্দুর রশিদ বাদি হয়ে গত ১মার্চ আদালতে ২৬ নং স্বত্ব মামলাটি দায়ের করেন। মামলায় ইউনিয়নের চেয়ারম্যান সনজু চৌধুরীসহ ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে ওই এলাকায়। বাদি তার মামলার এজহারে বলেন, গোছাপাড়া মৌজার ৩৮ নং খতিয়ানের ৮৭২ নং দাগের ২০ শতক ভুমির মধ্যে তার বাবা ইউনিয়ন পরিষদকে ১৯৬২ সালে ২৫৯৬ নং দলিল মুলে ১৩ শতক ভুমি দান করে দেন। ওই দাগে বাকী ৭ শতক ভুমি নানাভাবে দখল করে নেয় ইউনিয়ন পরিষদ। বাদি আঃ রশিদ বলেন, ওই ৭ শতক ভুমির মধ্যে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ প্রায় ২ শতক ভুমির উপর মসজিদ ও ৫ শতক ভুমির মধ্যে দোকানপাট নির্মান করে দখলে নেয়। এ দোকানপাট থেকে ইউনিয়ন পরিষদ নিয়মিত ভাড়া আদায় করছে। চলতি সেটেলমেন্ট জরিফ চলাকালিন সময়ে বর্তমান চেয়ারম্যান ওই ৭ শতক জমির মাঠ পরচা পরিষদের নামে করিয়ে নিলে আঃ রশিদ এর প্রতিবাদ করেন এবং বিষয়টি চেয়ারম্যানকে জানান। কিন্তু চেয়ারম্যান এ বিষয়ে কোন সদুত্তর না দিয়ে বাদিকে এটা সেটা বলে তাড়িয়ে দেন। বাদি বলেন, স্থানীয় ভূমি অফিসে জমির খাজনা দিতে গেলে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন খাজনা নেয়া যাবে না বলে তারা জানায়। এ বিষয়টিও লিখিতভাবে এসিল্যান্ড অফিসকে জানানো হয়েছে। এ কারনে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। এদিকে গত ২এপ্রিল জেলা প্রশাসক আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করতে আসলে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করলে এ বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিক নির্দেশ দিয়েছেন বলে জানান আঃ রশিদ।