Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দু’ভাগে বিভক্ত করার প্রস্তাবে ক্ষুব্ধ নুরপুর ইউনিয়নবাসী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নকে দু’ভাগে বিভক্ত করার প্রস্তাবে ক্ষুব্ধ নুরপুর ইউনিয়নবাসী। এ প্রস্তাবের প্রতিবাদে গতকাল রোববার দুপুরে মিছিল ও জরুরী সভা করেছে ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন।
সম্প্রতি হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়, নুরপুর ইউনিয়নকে দু’ভাগে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে। চিঠি পেয়ে ইউনিয়নের সকলেই হতবাক হয়ে পড়েন। এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রোববার সকালে নুরপুর ইউনিয়ন কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন ফরিদের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফজলুল করিম, আব্দুল কায়ুম ফারুক, আব্দুস ছাত্তার, আবু বকর ছিদ্দিক, নূরুল ইসলাম, নূরুল হক ভূইয়া, নুর মিয়া, আকছির মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য রাবিয়া খাতুন, মুক্তা আক্তার ও জরিনা আক্তার। সভায় ওই সিদ্ধান্তের বিপক্ষে তাদের মতামত ব্যক্ত করেন। তারা বলেন, নূরপুর ইউনিয়নকে দ্বিখন্ডিত করার কোন প্রয়োজন নেই। পরে তারা স্থানীয় লোকদের সাথে নিয়ে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে সভার কার্যবিবরণী প্রদান করেন। সেই সাথে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুলিপি প্রদান করেন।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন ফরিদ জানান, এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ বা কারো সাথে কোন রকম আলোচনা বা মতামত নেয়া হয়নি। আলোচনা ছাড়া এ ধরণের সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইউনিয়নকে দু’ভাগে ভাগ করা হলে এলাকাবাসীর অপূরণীয় ক্ষতি হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, শায়েস্তাগঞ্জকে উপজেলায় উন্নীত করার প্রক্রিয়া হিসেবে নূরপুর ইউনিয়নকে বিভক্ত করার প্রস্তাব দেয়া হয়। নূরপুর ইউনিয়ন এতে রাজি না হলে শায়েস্তাগঞ্জকে উপজেলায় উন্নীত করা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।