Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা শুরু

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পিছিয়ে নেই হাওর বেষ্টিত বানিয়াচং উপজেলাও। তথ্য প্রযুক্তিকে আরো ছড়িয়ে দেয়া এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলা প্রশাসন বানিয়াচং দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা-২০১৫ আয়োজন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনি, অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাশেম চৌধুরী, পল্লী বিদ্যুৎ বানিয়াচং জোনাল অফিস এর জেনারেল ম্যানেজার একেএম আজাদ, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ছালামত আলী খান। উক্ত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্র্যাক ব্যাংক, কৃষি অফিস, ভূমি অফিস, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, পল্লী বিদ্যুতসহ মোট ২০টি স্টল অংশ নেয়।