Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমতপুর মাঠের উন্নয়ন করা হবে-আলমগীর চৌধুরী ॥ সাবেক এমপি আব্দুল মোছাব্বির ক্রিকেট টুর্ণামেন্টে মানহা একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার ॥ শ্রীমতপুর মাঠে অনুষ্ঠিত সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির ক্রিকেট টুর্ণামেন্ট এর ৫ম আসরে চ্যাম্পিয়ন হয়েছে মানহা একাদশ। গতকাল ফাইনাল খেলায় তারা ইয়াং স্টারকে ৩ উইকেটে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে ইয়াং স্টার ১৬ ওভারে ১২২ রান করে অল আউট হয়ে যায়। জবাবে মানহা একাদশ ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী।
টুর্ণামেন্টের পৃষ্টপোষক লন্ডন প্রবাসী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হাসেন কলি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল। বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ আহমেদ চৌধুরী, শ্রীমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আহমেদ, আম্পায়ার অভিজিৎ চক্রবর্তী, সাংবাদিক সুরুজ আলী, মেম্বার আকবর আলী, সিমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর চৌধুরী শ্রীমতপুরের খেলার মাঠ উন্নয়নের আশ্বাস দেন। তিনি বলেন, ক্রিকেট খেলা ভদ্র লোকের খেলা। এই খেলার পরিপূর্ণ আনন্দ পেতে এবং খেলায় সফল হকে অবশ্যই লেখাপড়ার প্রয়োজন। তাই সবাইকে ক্রিকেট চর্চার পাশাপাশি লেখাপড়ায়ও মনোযোগী হতে হবে।