Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে কালবৈশাখী ঝড় শহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ॥ সারা দেশে ১০ জনের প্রাণহানী

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা উপড়ে গেছে। ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক। বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের খুটি উপড়ে পড়ায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের সাথে হবিগঞ্জ জেলার সর্বত্র বিদ্যুৎ চলে যায়। শাহজিবাজার থেকে হবিগঞ্জ পর্যন্ত ৩৩ হাজার কেভি লাইনের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। হবিগঞ্জ জেলার কোথাও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় ৫ জন নিহত হয়েছেন। জেলার শাহজাহানপুরে ঝড়ে গাছ ভেঙে আব্দুল মান্নান ফাননা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। একই উপজেলার পায়েল ওরফে বুদা (১৬) দেয়ালচাপা পড়ে মারা গেছে। ঘরের নিচে চাপা পড়ে সোনাতলা উপজেলার ফিরোজা বেওয়া (৫৫) ও গাবতলী উপজেলার তিলিহাটা গ্রামের আসমা বেগম (৪৫) মারা গেছেন। ধুনট উপজেলায় আফজাল হোসেন (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
রাজশাহীতে তিনজনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধার মুত্যু হয়েছে। ঝড়ের সময় দেয়ালচাপায় মারা গেছেন বাঘা উপজেলার পাকুরিয়ায় জাহানারা বেগম (৬৫)। একই উপজেলার কিশোরপুর গ্রামে নদী থেকে মাছ ধরে ফেরার পথে ঝড়ের কবলে মারা গেছেন এমাজউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি।
নওগাঁ জেলার মান্দা উপজেলার মহানগর গ্রামে ঝড়ের কারণে দেয়ালধসে শাহনাজ বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
পাবনায় রাত সাড়ে ৮টার দিকে চাঁদমারী এলাকায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে জামেল উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।