Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউশপাড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ গরীব মেহনতী মানুষের ভাগ্যের উন্নয়ন করাই হচ্ছে আওয়ামী লীগের মূল লক্ষ্য

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে গরীব মেহনতী মানুষের দল। এসব গরীব মেহনতী মানুষের ভাগ্যের উন্নয়ন করাই হচ্ছে আওয়ামী লীগের মূল লক্ষ্য। হবিগঞ্জে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্র“তি দিয়েছিলেন এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করবেন। তিনি তার প্রতিশ্র“তি রেখেছেন। ইতিমধ্যে মেডিকেল কলেজের প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে গেছে। চলতি বছরেই ছাত্রছাত্রী ভর্তিসহ ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হয়েছে। আওয়ামী লীগ প্রতিশ্র“তিতে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। বিএনপি জামায়াত জোট মানুষকে প্রতিশ্র“তি দিয়ে নিজেদের আখের গোছায়। দেশ থেকে টাকা লুট করে বিদেশের ব্যাংকে নিয়ে জমা করে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজ সারা দেশে কমিউনিটি ক্লিনিক তৈরী করে সারারণ মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিয়েছে। সারা দেশের জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে অসংখ্যক ডাক্তার নিয়োগ করা হয়েছে। গতকাল হবিগঞ্জে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করায় পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সৈয়দ আব্দুল বশীর বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, ইউপি চেয়ারম্যান সাহেব আলী, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র শিবু, লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরু,  বিশিষ্ট মুরব্বী রফিক আলী, আব্দুল জলিল, শেখ ফরিদ উদ্দিন, শাহ আবুল হোসেন, রফিক উদ্দিন দুদু প্রমুখ। শাহ জয়নাল আবেদীন রাসেলের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন  মাওলানা মাহবুবুর রহমান। এ সময় শেখ ফরিদ উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন দল থেকে প্রায় ২শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগের আর্দশে এবং এমপি আবু জাহিরের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন।