Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিএনজি যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়কে কতিপয় সিএনজি চালক অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। সমিতির নিয়মনীতি তোয়াক্কা না করে ইচ্ছামাফিক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে প্রায়ই যাত্রীদের সাথে বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটছে। যাত্রীরা জানান, সদর হাসপাতালের সামন ও থানার মোড় থেকে থেকে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন ও নতুন ব্রীজ, নতুন ব্রীজ থেকে চুনারুঘাট এলাকায় রাত ৯টার পর থেকেই সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে চালকদের সাথে প্রায়ই যাত্রীদের বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটে। যাত্রীরা অভিযোগ করেন তাদের কথামত ভাড়া না দিলে তারা যাত্রী নিয়ে যেতে অনীহা প্রকাশ করেন। অনেক যাত্র বাধ্য হয়ে তাদের কথামত অতিরিক্ত ভাড়া দিয়ে যাচ্ছেন। এব্যাপারে মালিক ও শ্রমিক সমিতির সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অতিরিক্ত ভাড়া নেয়ার কোন নিয়ম নেই। সমিতির নিয়ম অনুযায়ী ভাড়া নেয়া হয়। তবে রাত ১১টার পর থেকে জনপ্রতি ৫ টাকা করে বেশি নিয়ে থাকে। এর আগে যদি এরকম কেউ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।