Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ওরা ৮জন ডাক্তার হয়ে অসহায় মানুষের পাশে দাড়াঁতে চায়

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ওরা ৮ জন। পড়ালেখা, খেলাধুলা সব একসাথে। যেন হৃদয় একটি দেহ আটটি। পরীক্ষার ফলাফলেও সমান সমান। এই আটজন কৃতি শিক্ষার্থীর বাড়ি মাধবপুর উপজেলায়। তারা সবাই জগদিশপুর জেসি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। এই ৮ মেধাবী শিক্ষার্থী হল খাদিজা, পান্না খান, পাবিয়া আক্তার, শান্তা দেব নাথ, তানিয়া আক্তার, ইয়ারমিন খান, নুজ্বাত নাবিয়া, তাজীরুননিশা। তাদের পড়ালেখা নিয়ে এখন এলাকায় চলছে আলোচনা। উদাহারণ হিসেবে স্থান করে নিয়েছে শিক্ষকদের মুখে। এই ৮শিক্ষার্থী ২০১১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গোল্ডেন এ প্লাস সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এ বছরও জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ৮ জন এখন জগদিশপুর স্কুল এন্ড কলেজে বিজ্ঞান বিভাগে লেখাপড়া করছে। ওরা আটজনের স্বপ্ন সবাই ডাক্তার হবে। অসহায় মানুষের পাশে দাড়াঁবে। এই প্রত্যয় নিয়ে কঠিন অধ্যবসায়ে ব্রত রয়েছে তারা। ছাত্রীরা জানান, তাদের এই সফলতার মূলে তাদের প্রিয় গৃহ শিক্ষক সারোয়ার স্যার । তার সহযোগীতায় পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ভাল ফলাফল করেছে। ছাত্রীরা জানান, গৃহ শিক্ষকের পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক সহ তাদের বাবা, মা ভাল ফলাফলের জন্য অনেক শ্রম দিয়েছেন। জগদিশপুর জেসি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী জানান, ওরা মেধাবী ছাত্রী। লেখাপড়ার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে তাদের স্বপ্ন পুরন হবে।