Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেয়র-কাউন্সিলর লাঞ্ছিত করার ঘটনায় হবিগঞ্জ পৌরসভার কর্মবিরতি স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় হামলা, ভাংচুর ও মেয়রসহ কাউন্সিলরদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার আধাবেলা কর্মবিরতি পালন করেছে হবিগঞ্জ পৌর পরিষদসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় কর্মসূচি স্থগিত করা হয়। গতকাল সকালে হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গণে কর্মবিরতি পালনকালে পৌর পরিষদের ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমসহ কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মবিরতিকালে নেতৃবৃন্দ পৌরসভায় ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার সাথে জড়িত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বেলা ১২টার দিকে শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক জনপ্রতিনিধিদের একটি দল পৌরভবনে সংকট সমাধানের জন্য হাজির হন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি জগদীশ চন্দ্র মোদক, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুর রহমান বাবুল, মোঃ হিরাজ মিয়া, মোঃ আব্দুর রহিম, রতন রায়, মোঃ হুমায়ূন কবির, সাবেক পৌর কাউন্সিলর মুকুল আচার্যীসহ অন্যান্যরা। তারা সকলের সহযোগিতায় ভবিষ্যতে পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এবং অপরাধীরা যাতে সামাজিকভাবে শিক্ষা পায় সেজন্য তারা সংকট নিরসনের সুযোগ কামনা করেন। ঘন্টা খানেক আলোচনার পর স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সহযোগিতায় সংকট নিরসনে আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন পৌর কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, কাউন্সিলর মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, দিলীপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, পৌরকর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মোঃ মহিবুর রহমান দুলন প্রমুখ।
প্রসঙ্গত, গত বুধবার সকালে ড্রেনেজ সমস্যার সমাধান নিয়ে ৪নং ওয়ার্ডের লোকজন ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমসহ কাউন্সিলরদের লাঞ্ছিত করে। পরে এ ব্যাপারে পিয়ারা বেগম থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।