Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ কিশোর শ্রীমঙ্গলে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগার থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া দুই সহোদর কিশোর অন্তর মিয়া ওরফে নয়ন (১২) ও তার সৎ ভাই রুহেল ওরফে মোস্তফা (১৪)কে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন কলোনী থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বসবাসকারী হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা-চাঁনপাড়া গ্রামের বাসিন্দা হাছই মিয়ার ছেলে। এদিকে এ ঘটনায় ৩ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ ও কারা সূত্র জানায়, গত ২৭ মার্চ সকালে শহরের পোদ্দারবাড়ি এলাকায় ব্যবসায়ী আহমদ আলীর দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চুরির সময় নয়ন ও মোস্তফা আটক হয়। শনিবার তাদেরকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ প্রেক্ষিতে তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকাল ১১টা পর কোন এক সময় ওই দুই কিশোর কারাগার থেকে নিখোঁজ হয়। এসময় বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে কারা কর্তৃপক্ষ। এদিকে এ খবর কারাগারের বাইরে ছড়িয়ে পড়লে সংবাদকর্মীরা জেল সুপার নুর্শেদ আহমেদ ভূইয়া, জেলার শামীম ইকবাল এর সাথে দিনভর যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারাও জানান, কারা কর্তৃপক্ষের কেউ ফোন রিসিভ করছেন না। বিকেলে সিলেটের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন সেখানে যান। কোন উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে সদর মডেল থানায় কারা কর্তৃপক্ষ জিডি করলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। রাতেই ওই দুই কিশোর নয়ন ও মোস্তফাকে আটক করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। তাদের সাথে কারারীরাও যোগ দেন। গতকাল বুধবার ভোরে তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলে স্বস্তি ফিরে আসে কারা কর্তৃপক্ষের। তবে এ ব্যাপারে জেল সুপার বা জেলার এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।