Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গ্রামীণ স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে সরকার কাজ করছে-এমপি কেয়া চৌধুরী

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মুদাহরপুর গ্রামে স্নানঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী বলেছেন- গ্রামীণ স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে। গ্রামাঞ্চলে হাসপাতাল নির্মাণ করে নতুন নতুন ডাক্তার নিয়োগ দেয়া হচ্ছে। এতে করে তৃণমূল লোকেরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। তিনি বলেন-এ সেবাকে আরো এগিয়ে নিতে আমরা জননেত্রীর নেতৃত্বে কাজ করছি। ষড়যন্ত্র করে লাভ হবে না। তারা (ষড়যন্ত্রকারীরা) জনগণের কাছে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন-আমি কাজে বিশ্বাসী। তাই জনগণকে সাথে নিয়ে উন্নয়ন কাজ করে যাচ্ছি।
মঙ্গলবার দুপুরে মা-মনির অর্থায়নে গড়ে উঠা মুদাহরপুর গ্রামে স্নানঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধনকালে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
স্নানঘাট ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন-উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, লেদু মিয়া, মুক্তিযোদ্ধা এনামুল হক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনার সহকারী কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।
আলোচনা পূর্ব ফিতা কেটে এ স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন এমপি কেয়া চৌধুরী।