Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এপ্রিল ফুল পালন করা মুসলমানদের জন্য উচিত নয়

ডাঃ মুফতি মুহাম্মদ তাহির উদ্দিন সিদ্দিকি ॥ ১ এপ্রিল। এ দিনে মুসলমানগণ একে অন্যকে ধোকা দিয়ে হাসি,তামসা, আনন্দ করা উচিত নয়। তাই এপ্রিলের ফুল বা ধোকা দিবস পালন করা যাবে না।
মূল ঘটনা সংক্ষেপে
১৪৯২ ইং সালে স্পেনে মুসলমানদের সঙ্গে কাফের রাণী ইসাবেলা ও রাজা ফার্ডিনান্ডের যুদ্ধ শুরু হয়। কাফেরগণ যখন পরাজয়ের উপক্রম হল তখনই রাণী ইসাবেলা ও রাজা ফার্ডিনান্ড মুসলমানদেরকে ধোকা দিয়ে বলে, আমরা শান্তি চাই। আমরা আর যুদ্ধ করব না। আর তোমরা (মুসলমান) যারা যেখানে আছ সবাই শান্তির লক্ষ্যে তোমাদের মসজীদ গুলোতেও জাহাজ গুলোতে প্রবেশ কর। একথা শুনে সরলমনা বিশ্বাসী মুসলমানগণ মসজীদ ও জাহাজ গুলোতে প্রবেশ করে। ফলে রাণী ইসাবেলা ও রাজা ফার্ডিন্ডের নির্দেশে ১ লা এপ্রিলে আগুন দিয়ে মসজীদ ও জাহাজে অবস্থানরত ৭০ লাখ মুসলমানকে শহীদ করে এবং এ দিনের নাম দেয় মুসলিম বোকা দিবস বা এপ্রিলের ফুল। মুফতি সাহেব, বলেন, আজ হল মুসলিম জাতীয় শহীদ দিবস। আজ সে সব শহীদের জন্য দোয়া করা উচিত। তিনি অনুরোধ জানান, মসজীদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা-স্কুল, কলেজের ধর্মীয় শিক্ষক, শিক্ষিকাদের প্রতি যে তারা যেন তাদের অধিনস্থ লোকদেরকে এ বিষয়টি বুঝান এবং এপ্রিলের ফুল পালন করতে নিষেধ করেন। আর শহীদদের জন্য দোয়া করতে।