Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে লুলু মিয়ার শিকল বাঁধা জীবন বন্দি দশা থেকে মুক্তি মিলবে কি তার ?

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ শিকলে বাঁধা জীবন চলছে নবীগঞ্জের লুলু মিয়ার। পাগল আখ্যা দিয়ে ছোট ভাইয়েরা তাকে ৪/৫ বছর ধরে শিকলে বেঁধে রেখেছে। তবে বেঁধে রাখা লুলু মিয়া নিজেকে সম্পুর্ণ সুস্থ দাবী করছেন। পাশাপাশি গ্রামবাসীও তাকে পাগল মনে করছেন না। লুলু মিয়ার বাড়ি নবীগঞ্জ উপজেলার লন্ডন প্রবাসী অধ্যুষিত ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে। তিনি ৩ সন্তানের জনক।
সরজমিনে গ্রামবাসীর সাথে আলাপ করে জানা গেছে, ওই গ্রামে মৃত হাজী আতাউর রহমান (সারং) এর ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে লুলু মিয়া সবার বড়। দু’ভাই লন্ডন প্রবাসী। লুলু মিয়া লন্ডন প্রবাসী ভাইদের পাঠানো টাকা দিয়ে পরিবারের ভরণ-পোষণসহ যাবতীয় সাংসারিক কাজকর্ম করতেন। দীর্ঘদিন ধরে নবীগঞ্জের বিলপাড়ের ছাহেব ক্বিবলার সান্নিধ্যে ছিলেন লুলু মিয়া। তার আমল আক্বিদা ভাল দেখে ছাহেব ক্বিবলা খুব সমাদর করতেন। লুলু মিয়া লন্ডন প্রবাসী ভাইদের টাকা দিয়ে সংসারের দায়িত্ব পালন করায় দেশে থাকা ছোট ভাই নজরুল ইসলাম জানু এবং অপর ভাই সইবুর রহমান তেমন ভাল চোখে দেখতেন না। প্রায় ৪/৫ বছর আগে অজ্ঞাত কারনে ক্ষিপ্ত হয়ে লুলু মিয়া তার মা’কে আঘাত করে। এ ঘটনাটিই তার কাল হয়ে দাড়িয়েছে। এরপর থেকেই ছোট দু’ভাই লুলু মিয়াকে পা’য়ে শিকল বেঁেধ দু’তলার একটি কক্ষে ভাংগা কাটে ও অপরিস্কার অপরিচ্ছন্নতার মধ্যে বন্দি করে রাখে। খাবার দেয়া হয় নি¤œমানের। যা খেতে চায় না লুলু মিয়া।
এ ব্যাপারে লুলু মিয়ার ছোট ভাই নজরুল ইসলাম জানু’র সাথে আলাপকালে তিনি জানান, তার ভাই পাগল, এ জন্য শিকল দিয়ে বেধেঁ রাখা হয়েছে। ছেড়ে দিলে গ্রামের অন্য লোক বা তার স্ত্রী, সন্তানদের কিছু না করলেও ঘরে থাকা মা ও ভাই’দের উপর চড়াও হয় এবং মারপিট করার ভয়ে এভাবে বন্দি রাখতে হয়েছে। তিনি বলেন, সিলেটে একটি মানসিক হাসপাতালে প্রায় দু’মাস চিকিৎসা করানো হয়েছে। শেষ পর্যন্ত ডাক্তার জানিয়েছে লুলু মিয়া মানসিক রোগী নয়’ এমন কথাও জানালেন জানু। তবে বেঁেধ রাখছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তার ভাই লুলু মিয়া নবীগঞ্জের বিলপাড়ের ছাহেব ক্বিবলার সাথে থাকাকালীন তার মাথায় সমস্যা দেখা দেয়। ফলে ছাহেব ক্বিবলার কথামতো তাকে বেঁেধ রাখা হয়েছে। জানু আরও জানান, ছাহেব ক্বিবলা বললেই তাকে ছেড়ে দেয়া হবে। আর ছেড়ে দেয়ার পর তাকে বা তার পরিবারের লোকদের মারপিট করলে দায়দায়িত্ব নিতে হবে। এ ব্যাপারে কথা হয় বিলপাড়ের ছাহেবজাদা মাহবুবুর রহমানের সাথে। তিনি বলেন, লুলু মিয়া কখনও পাগল ছিল না। তাকে শিকল দিয়ে বেঁধে রাখার খবর পেয়ে ছাহেব ক্বিবলাসহ তাদের বাড়িতে যাই। এ সময় লুলু মিয়ার স্বাভাবিক কথাবার্তায় তাকে শিকল মুক্ত করে দিতে তার ভাইদের অনুরোধ করি। আমাদের কথায় শিকলমুক্ত করলেও চলে আসার পর আবার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এটা তাদের পারিবারিক বিষয়। তিনি বলেন একজন সুস্থ মানুষকে কেন এভাবে বেঁেধ রাখা হয়েছে পরিবারের লোকজনই বলতে পারেন। লুলু মিয়াকে দেখার ইচ্ছা প্রকাশ করলে নজরুল ইসলাম জানু পাশের বাড়ির শিহাব আহমদ নামে এক ব্যক্তিকে ডেকে এনে এ প্রতিনিধিকে নিয়ে ভিতরে প্রবেশ করেন। এ সময় মানবাধিকার কর্মী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, মানবাধিকার কর্মী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল সাথে ছিলেন। দু’তলায় উঠতেই লুলু’র ভাই নজরুল ইসলাম জানু তাকে দেখলে লুলু ক্ষিপ্ত হবে অজুহাতে যাননি। শিহাব আহমদকে সাথে নিয়ে যখন দু’তলা ভবনে উঠছিলাম তখনই চোঁেখ পড়ে সিঁড়ির পাশে ভাতের একটি মেলামাইন প্লেট। তাতে কিছু ভাত, একটু শাঁক ও শুটকি রয়েছে। দেখে মনে হল এ খাবার গুলো পরিত্যক্ত। কিন্তু না শিহাব আহমদ ওই খাবারের প্লেটটি বন্দি রুমে রাখলেন। জানতে চাইলে বলেন, এটা লুলু মিয়ার জন্য রাখা। এভাবেই তাকে খাবার দেয়া হয়। রুমে ঢুকে দেখা গেল ময়লা আবর্জনার স্তুপ জমা রয়েছে। এ বিষয়ে জানালেন প্রতিদিন বিকালে একবার পরিস্কার করা হয়। লুলু ভাই কেমন আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাল আছি, আপনারা কারা’ কোথায় থেকে এসেছেন। উত্তরে বলা হলো নবীগঞ্জ থেকে এসেছি। ও আমার ভাইয়েরা মনে হয় নিয়ে এসেছে। আমার সম্পর্কে তারা আগেই বুঝিয়ে দিয়েছে। এমন প্রশ্নের উত্তরে বলা হল, না, আমরা নিজ থেকেই এসেছি, আপনাকে দেখতে। কি দেখবেন দেখেন, ওরা আমাকে বিনা অপরাধে দীর্ঘ ৪/৫ বছর ধরে খামকা বেঁধে রেখেছে। বলে আমি নাকি পাগল, ছেড়ে দিচ্ছেনা। বউ, বাচ্চাদেরও কাছে আসতে দেয়না। খুব খারাপ লোক। কার্ড মেরে টাকা তোলে আর খায়। দেখনা কি অবস্থা। এই অমানবিক দৃশ্য দেখে যে কোন লোক আৎকে উঠবে। লুলু মিয়া সংসার জীবনে ৩ সন্তানের জনক। বড় মেয়ে মুসলিমা বেগম ১০ম শ্রেণীর ছাত্রী, মেঝ ছেলে জীবন আহমদ ৭ম শ্রেণীর ছাত্র এবং ছোট মেয়ে ছাদিয়া বেগম তৃতীয় শ্রেণীর ছাত্রী। এই দীর্ঘ সময় শিকল বাঁধা অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন লুলু মিয়া। নিজের প্রিয়তম স্ত্রীকে কাছে পাচ্ছেন না বলে তিনি জানান। স্ত্রী মাঝে মধ্যে স্বামীর সেবা করলেও একত্রে বসবাস করার সুযোগ দিচ্ছেন না পরিবারের লোকজন। অনেকেরই প্রশ্ন লুলু মিয়া যদি পাগলই হয় তাহলে স্ত্রী, সন্তানরা কাছে গেলে কিছু বলছেন না কেন? শুধুমাত্র মা ও ভাইদের প্রতি ক্ষিপ্ত হওয়ার নেপথ্যে কারণ কি থাকতে পারে তা খতিয়ে দেখা প্রয়োজন। শিকল বাঁধা অবস্থায় লুলু মিয়া প্রাকৃতির ডাকে সারা দেয়া, গোসল, খাওয়া ধাওয়া করতে হচ্ছে। এই অমানবিক আচরণের মুল রহস্য উদঘাটনসহ লুলু মিয়াকে শৃঙ্খলমুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রশাসনসহ মানবাধিকার সংগঠনগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।