Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদ পুনঃগঠন ॥ হাসান সভাপতি, জলিল সম্পাদক গোলজার সাংগঠনিক নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদ পুনঃগঠন কল্পে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ কাজী অফিসে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আলহাজ কাজী মাওঃ এম. হাসান আলীর সভাপতিত্বে ও প্রভাষক মাওঃ এম. এ. জলিলের উপস্থাপনায়, আয়োজিত নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওঃ এম. এ. ছবুর, এম. এ. ওয়াহিদ লাভলু, মোঃ আব্দুল মুহিত রাসেল, কাজী মাওঃ শাহেদ বিন জাফর, মাওঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী, ক্বারী ছানাওর আলী, কাজী মাওঃ গোলজার হোসেন, আলহাজ নুরুল ইসলাম চৌধুরী, হাজী ইসমাইল মিয়া প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদ ১৩ সদস্য বিশিষ্ট ২০১৫-২০১৬ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি আলহাজ কাজী মাওঃ এম. হাসান আলী, সহ-সভাপতি এম. এ. ওয়াহিদ লাভলু, সাধারণ সম্পাদক প্রভাষক মাওঃ এম. এ. জলিল, সহ-সাধারণ সম্পাদক, মাওঃ এম. এ. ছবুর, সাংগঠনিক সম্পাদক, কাজী মাওঃ গোলজার আহমদ, ক্যাশিয়ার অধ্যক্ষ মাওঃ সজ্জাদুর রহমান, পাঠাগার সম্পাদক কাজী মাওঃ শাহেদ বিন জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল মুহিত রাসেল, অফিস সম্পাদক জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী ছানাওর আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী, সদস্য মোঃ আব্দুল মন্নান, মোঃ মুহিতুর রহমান ও নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদ ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- অধ্যক্ষ মাওঃ এম. এ. নূর, আলহাজ নূরুল ইসলাম চৌধুরী, মাওঃ আব্দুল হান্নান, শাহ হাবিবুর রহমান বেলায়েত, অধ্যক্ষ মাওঃ মাহবুবুর রহমান, মহি উদ্দিন। উপস্থিত সকল একমত পোষণ করেন-আগামী ৬ই মে আযাদী আন্দোলনের অগ্রসৈনিক উপ-মহাদেশের স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সিপাহ শালার সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী সাহিত্য পরিষদের মুখপত্র হাতিয়ার প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।