Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাজার বাজারে খোয়াই নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে সভা ২ এপ্রিল স্বারকলিপি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাজার বাজারের কাছে খোয়াই নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আহম্মদাবাদ ইউনিয়নের ৩ গ্রামবাসি আগামী ২ এপ্রিল জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গত শনিবার রাজার বাজার আকল মার্কেটের সামনে মিরাশি ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে বালু উত্তোলনের প্রতিবাদে এক সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি মহল খোয়াই নদীর রাজার বাজার অংশ থেকে বিগত ২ বছর ধরে মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারনে গংগানগর, আশ্রাবপুর ও রাজার বাজার গ্রামের রাস্তা ঘাট নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসনকে ম্যানেজ করে নির্বিচারে বালু উত্তোলনের কারনে নদীর তীর ভেঙ্গে রাজার বাজারের বাসিন্দাদের বসত ভিটা নদী গর্ভে বিলীনের সম্মুখীন হওয়ায় নদী তীরে বসবাসকারী মানুষ আতংকে দিনাতিপাত করছেন। এছাড়া বালুর ডিপো রাজার বাজারের অভ্যন্তরে করার কারনে নিরীহ বাজারবাসি তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এখানে বালু বহনকারী ট্রাক ট্রাকটরের ড্রাইভারদের চিল্লা-চিল্লিতে বাজারবাসি অতিষ্ট। প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, এবার রাজার বাজারের ইজারাও বালু খেকোরা হস্তগত করেছে। বাজারের আয় দিয়ে মসজিদের ঈমামের ভেতন ভাতাদি পরিশোধ করা হতো।