Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাফল্যের ধারা অব্যাহত রেখেছে তাহিরপুর মাদ্রাসা ॥ ইবতেদায়ী পরীক্ষায় ২টি ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ১৪টি বৃত্তিলাভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছে নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা। ২০১৪ সালে অনুষ্ঠিত ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠান ২টি ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে ১৪টি বৃত্তি লাভ করেছে। উল্লেখ্য, ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৪৪জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ সাফল্য অর্জন করে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের জেডিসি পরীক্ষায় সিলেটে বিভাগের সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে তাহিরপুর মাদ্রাসা ৫ম স্থান লাভ করে। ২০১৩ সালের জেডিসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানটি সিলেট বিভাগের মধ্যে ৭ম স্থান লাভ করেছিলো। ২০১৩ সালে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩৪ জন অংশ নিয়ে শতভাগ সাফল্য অর্জনসহ ৪টি ট্যালেন্টপুল এবং ৪টি সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। ২০১০ সাল থেকে অদ্যাবধি আলিম পরীক্ষার ফলাফলে এ প্রতিষ্ঠানটি জেলার শীর্ষে রয়েছে। এ বছর দাখিল নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগ চালুসহ কম্পিউটার বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী এবং গভর্নিং বডির ঐকান্তিক প্রচেষ্টা এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতি বছর ছাত্র-ছাত্রীরা এ সাফল্য অর্জন করে চলেছে। মাদ্রাসা গভর্নিং বডির বর্তমান সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। ২০১০ সালে মাদ্রাসার তৎকালীন সভাপতি সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজী অবকাঠামো উন্নয়নে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৬৩ লাখ টাকা ব্যায়ে মাদ্রাসার জন্য একটি একাডেমীক ভবন সরকার থেকে মঞ্জুর করিয়েছিলেন যার নির্মাণ কাজ চলমান রয়েছে।