Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের চৈতন্যপুরে অগ্নিকান্ডের ঘটনায় মামলা ॥ তীব্র উত্তেজনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে দুই কৃষকের ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হওয়ার ঘটনায় কৃষক মিরাস উদ্দিন বাদী হয়ে একই গ্রামের ১০জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে করে গ্রামে দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন গ্রামবাসী।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩মার্চ দিবাগত গভীর রাতে অগ্নিকান্ডে ওই গ্রামের কৃষক মিরাস উদ্দিন ও তার সহোদর আশিক উদ্দিনের বসত পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে দু’পরিবারের ঘরে থাকা যাবতীয় মালামাল, স্বর্ণালংকার, গৃহপালিত পশু, হাস, মুরগি ও জরুরী কাগজপত্র সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকার লোকজন আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে পারেননি। এ ঘটনায় কৃষক মিরাস উদ্দিন বাদী হয়ে একই গ্রামের সুলেমান মিয়া, সোনা মিয়া, তরাজ মিয়া, ছাবু মিয়া, মজম আলী, লকোছ মিয়া, আঙ্গুর মিয়া, শাহাদ আলী, সাব মিয়া ও ফরিদ মিয়াসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অপর দিকে আসামীরা গ্রেফতার এড়াতে রয়েছে পলাতক।