Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বদলীর জন্য ডিভোর্স দেওয়া স্বামীর নাম-ঠিকানা ব্যবহার করে শিক্ষিকার আবেদন ॥ বাতিলের দাবীতে সাবেক স্বামীর লিখিত অভিযাগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্বামীর ভূয়া ঠিকানা ব্যবহার করে এবং জৈষ্ট্যতা লংঘন করে নবীগঞ্জ পৌর এলাকায় এক শিক্ষিকা বদলীর জন্য দৌড়ঝাপ শুরু করেছে। বিষয়টি অবগত হয়ে ওই শিক্ষিকার ভুয়া বদলী বাতিল করতে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে। জানা যায়, নবীগঞ্জ বাজারের জে কে হাই স্কুল সড়কের বাসিন্দা শাহ জুনেদুজ্জামান এর সাথে বিগত ২০০৪ সালে বানিয়াচং উপজেলার সিকন্দরপুর গ্রামের নাজির উদ্দিনের কন্যা মিসবা আক্তারের বিয়ে হয়। পরে ২০০৬ সালে মিসবা আক্তার সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পান। পরবর্তীতে ২০০৬ সালে নভেম্বর মাসে তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর উপস্থিতিতে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ওই শিক্ষিকার চুনারুঘাট উপজেলার এক ব্যাংক কর্মকর্তার সাথে পুনরায় বিবাহ হয়। ওই স্বামীর সাথে বর্তমানে ঘরসংসার করলেও চলতি মাসে প্রাথমিক শিক্ষক বদলী পক্রিয়া শুরু হলে নবীগঞ্জ পৌর সভার শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলীর জন্য আবেদন করেন মিসবা আক্তার। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করে মিসবা আক্তার তার নামের সাথে ডির্ভোস প্রদানকারী সাবেক স্বামী শাহ জুনেদুজ্জামান ও শাহনবী ম্যানসন জে কে হাই স্কুল সড়কের ঠিকানা ব্যবহার করে বদলীর জন্য আবেদন করে। খবর পেয়ে পুর্বের স্বামী শাহ জুনেদুজ্জামান অবৈধভাবে তার নাম ও ঠিকানা ব্যবহার করে শিক্ষিকা মিসবা আক্তার বদলীর আবেদন করায় গত ২৫ মার্চ নবীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ প্রেরন করেন। এর অনুলিপি জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেযারম্যান, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নবীগঞ্জ পৌর সভার মেয়রকে প্রদান করেন।