Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ বাহুবলে প্রতিপক্ষের ভয়ে এক পরিবার নিরাপত্তাহীন

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মন্ডলকাপন প্রকাশ হরিষ চন্দপুর গ্রামে ব্যবসায়ীর উপর হামলা, তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় ভাংচুর, লুটপাটের ঘটনায় পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ীর পরিবার। গত ২৫ মার্চ বুধবার হবিগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ীর স্ত্রী আঙ্গুরা খাতুন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এ অভিযোগ তুলে ধরেন। অভিযোগে বলা হয়, পুটিজুরী বাজারের ভাই ভাই ফার্ণিচারের মালিক আব্দুল হামিদের নিকট দীর্ঘদিন ধরে চাঁদা দাবী করে আসছিল একই গ্রামের নুরুল আমিন, আব্দুল আজিজ, তাহির মিয়া, মানিক মিয়া ও আলমগীর। চাঁদা না দিলে গত ২৫ ফেব্র“য়ারি উল্লেখিতরাসহ আরো ২০/২৫ জন মিলে হামিদকে অস্ত্রের মুখে ফিল্মি স্টাইলে জিম্মি করে তার ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসায় হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকাসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলায় ব্যবসায়ী হামিদ গুরুতর আহত হন। এছাড়া দুর্বৃত্তরা দোকানে সামনে তার একটি মোটর সাইকেলসহ জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে হামিদকে উদ্ধার করে প্রথমে বাহুবল ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হামিদের স্ত্রী আঙ্গুরা খাতুন বাদি হয়ে থানা মামলা করলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। শুধু তাই নয়, দুর্বৃত্তরা মামলাটি তুলে নেয়ার জন্য ব্যবসায়ী ও তার স্ত্রীসহ পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। তাদের হুমকির কারণে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভোগছে। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করেন, আব্দুল আজিজ ও নুরুল আমিনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, জমি দখলসহ খুনের একাধিক মামলা রয়েছে। দুর্বৃত্তদের ভয়ে বাদি আঙ্গুরা খাতুন বাড়ি ছেড়ে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। এমনকি তার স্কুল পড়ূয়া ছেলে মেয়েরা স্কুলেও যেতে পারছে না। বাড়িতে না থাকার সুযোগে তার বৃদ্ধ শ্বশুর-শ্বাশুড়ির উপর নির্যাতন করা হচ্ছে।