Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি-উপজেলা চেয়ারম্যান দ্বন্দ্ব ॥ বাহুবলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান নির্ধারিত সময়ের প্রায় ২ ঘন্টার পর শুরু হলেও শেষ মুহুর্তে বিশৃংখলার মাধ্যমে শেষ হয়েছে। সিলেট ও হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর দ্বন্দ্বের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে মুক্তিযোদ্ধারা অনেকটা বিক্ষুব্ধ হয়ে অনুষ্টানস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।
জানা যায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে। নির্ধারিত সময় বৃহস্পতিবার বেলা ২টার দিকে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত হন। কিন্তু উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই না আসায় অনুষ্ঠান বিলম্বিত হতে থাকে। সূত্র জানায় উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই এমপি কেয়া চৌধুরীকে মেনে নিতে পারছেন। এ অবস্থায় উভয়কে ম্যানেজ করে সংবর্ধনা অনুষ্টান শুরু করতে বাহুবল সদর ইউপি চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী উদ্যোগ নেন। এ সময় কেয়া চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি আলিফ সোবহান চৌধুরী কলেজ হভর্ণিং বডির সবাপতি হিসেবে ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করিয়েছেন। তাই ওই মামলা রেখে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই কেয়া চৌধুরীর অনুষ্টানে আসবেন না। এ ব্যাপারে কেয়া চৌধুরী ওই ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জে অনুষ্ঠিত জনসভায় আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রি কলেজের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরদিন পূর্ব নির্ধারিত কলেজ গভর্ণিং বডির সভা ও পরীক্ষা চলাকালে একদল যুবক শ্লোগান দিতে দিতে কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীর পরীক্ষার হল থেকে বের করে দিয়ে ভাংচুর চালায়। এ ঘটনায় গভর্ণিং বডি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদী হয়ে কয়েকজন যুবকের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কোন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়নি। যা মামলার এজাহার দেখলেই প্রমাণ হবে। পরে নজমুল হোসেন চৌধুরীর অনুরোধে প্রায় ২ ঘন্টা পর সভাস্থলে উপস্থিত হন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আহমেদ আওলাদ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ইনসাফ আলী মাস্টার প্রমুখ।
সভার শেষ পর্যায়ে স্বাধীনতা পদক প্রাপ্ত কমান্ডেন্ট মানিক চৌধুরীর কন্যা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা রণাঙ্গনে আমার পিতা কমান্ড্যান্ট মানিক চৌধুরীকে সহযোগিতা করেছিলেন বলেই আজ তিনি বিরল সম্মাননা পেলেন। এ কৃতিত্বের অংশিদার আপনারাও। এক পর্যায়ে তিনি আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রি কলেজের ওই ঘটনায় জড়িতদের সমালোচনা করেন। এসময় মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ জানান উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। তাকে সমর্থন করে আওয়ামীলীগ নেতা শাহ আহমেদ আওলাদ উত্তেজিত হয়ে এমপি কেয়া চৌধুরীকে উদ্দেশ্য করে কটুক্তি করেন। এতে সভাস্থলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে কেয়া চৌধুরী সভাস্থল ত্যাগ করেন। মুক্তিযোদ্ধারাও বিক্ষুব্ধ হয়ে সংবর্ধনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে এমপি কেয়া চৌধুরী বলেন, অনুষ্ঠানে আমাকে হেয় করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। শুনেছি আমি বের হয়ে আসার পর মুক্তিযোদ্ধারাও সভাস্থল ত্যাগ করেছেন।
উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর সাথে মোবাইল ফোনে (০১৭১০-২০৯৩৮২) যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।