Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জয়নগরে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহ আটক ৫ ॥ ৩ জনকে কোর্টে প্রেরন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত মঙ্গলবার গভীর রাতে নবীগঞ্জ পৌর শহরের জয়নগর গ্রামে ডাকাতি ঘটনার সাথে জড়িত সন্দেহে বৃহস্পতিবার বিকালে ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে ২ জনকে ছেড়ে দিলেও ৩ জনকে গতকাল শুক্রবার কোর্টে প্রেরন করা হয়। এ দিকে শহরের আনমনু গ্রামের সফিক মিয়ার ছেলে লিপু মিয়া (২৫)কে আটকের খবরে গ্রামবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। গ্রামের লোকজন দলবেধেঁ থানায় গিয়ে লিপু খুব ভাল ছেলে দাবী করে তাকে ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়েছিল। লিপু মিয়া পেশায় একজন রং মিস্ত্রি। গ্রামের সহজ সরল ছেলে বলে সবাই তাকে জানেন। গ্রামবাসীর অনুরোধ উপেক্ষা করায় নিরাপরাধ ছেলেকে আটকের প্রতিবাদে শুক্রবার রাতে পর্যন্ত আনমনু গ্রামে গ্রামবাসীর বৈঠক অনুষ্টিত হয়। ধৃত অপর আসামীরা হলেন, জগন্নাথপুর থানার রিপন মিয়া ও শাহীন মিয়া। তারা পৌর এলাকার ছালামতপুর এলাকায় বসবাস করে বলে জানা গেছে। পুলিশ তাদেরকে বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ শহর থেকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদে তাদের কথা বার্তায় অসংগতি থাকায় আদালতে প্রেরন করা হয়েছে। রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ, নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে এডঃ আবুল কালাম আজাদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। সংঘবদ্ধ ডাকাতদল বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ ৫ লাখ টাকা, ১৫ ভরি স্বর্নালংকার, ৪টি দামী মোবাইল ও অন্যান্য মালামালসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।