Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্যকসের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিনের মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যক্সের সাবেক সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিনের মাতা মোছাঃ নুর জাহান বেগম গত বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে শহরের শায়েস্তানগরস্থ নিজ বাস ভবনে বার্ধক্য জণিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিনই বাদ মাগরিব শায়েস্তানগর জামে মসজিদের তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে শায়েস্তানগরসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। পরে শায়েস্তানগর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য বর্তমান ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যকসের নির্বাচনেও মোঃ নাসির উদ্দিন সহ-সভাপতি পদে আনারস মার্কা নিয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। তিনি তার মায়ের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।