Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রশ্ন পেতে ফেইসবুকে আক্রান্ত হচ্ছে পরীক্ষার্থীরা

বরুন সিকদার ॥ জেএসসি, পিএসসি, এসএসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কাছে বর্তমান সময়ে অন্যতম পেইজ ফেইসবুক। তবে রিলেশন স্টেটাসের জন্যে নয়, পরীক্ষার প্রশ্ন পেতেই হুমড়ী খেয়ে পড়ছে ফেইসবুকের শর্ট সাজেশন হেল্প লাইন নামের ফ্যান পেইজে। ফেসবুক ফ্যান পেইজ, বিডি মোবাইল অ্যান্ড কম্পিউটার সলিউশন, নেট বস আজিজ নামক এসব পেজে মিলছে এ,বি,সি সেটের প্রশ্ন। বাংলা, ইংরেজী, অংক সহ সব বিষয়ের প্রশ্নের কমন পড়বার নিশ্চয়তাও  আশি থেকে একশ পার্সেন্ট।
এর থেকে বাদ পড়ছে না হবিগঞ্জ জেলাবাসীও। গতকাল বিভিন্ন কম্পিউটারের দোকানে দেখা মিলেছে পরীক্ষার্থীদের প্রশ্নœ সংগ্রহ করতে। অনেকে আবার প্রশ্ন সংগ্রহ করেছেন নিজেরে কম্পিউটার বা মোবাইলে। এসব প্রশ্নœ মিলছে পরীক্ষার আগের দিন।
বিভিন্ন গণমাধ্যমে জানা যায়, গত বুধবারের অঙ্ক ও শুক্রবারের বাংলা পরীক্ষার প্রশ্নের সাথে পেইজে প্রকাশিত প্রশ্নের মিল ছিল প্রায় হুবহু। এসব পেইজে প্রবেশ করতে হলে লাইক দিয়ে প্রবেশ করতে হয়। যার ফলে পেইজগুলোতে মিনিট ব্যবধানে লাইকের সংখ্যাও বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, এতে করে ইন্টারনেট ব্যবসায়িরা লাভবান হচ্ছে অন্যদিকে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বৃন্দাবন কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র আকাশ দত্ত জানায়, আমার ছোট ভাই জিএসসি পরীক্ষার্থী নেট কেন্দ্রীক সাজেশন আশায় প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রতি মনোবল স্প্রীড অনেকটা নষ্ট হয়ে গেছে।