Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা পরিষদের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এম এ রব স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারে বিকাল ৪ ঘটিকায় আলোচনা সভা, দেশাত্মবোধক গান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশুদিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৬ জন শিশু কিশোরদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাব সভানেত্রী মিতা বেগম, বিশিষ্ঠ সমাজ সেবিকা নোসরাত মাহমুদ চৌধুরী, লেডিস ক্লাব সহ-সভানেত্রী সুবর্ণা চৌধুরী, সৈয়দা আশরাফ ভানু চপলা, হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাঃ আবুল হোসেন, নার্সিং ইনস্টিটিউট ইনচার্জ রেহেনা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, বিশিষ্ট লেখিকা তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আহ্বায়ক প্রফেসর মোঃ আবদুজ জাহের, অধ্যক্ষ চারুকলা শিক্ষাকেন্দ্র আলাউদ্দিন আহমেদ, শনিমন্দির সভাপতি ডাঃ দিলীপ কুমার আচার্য, মানস সভাপতি ডাঃ বিশ্বজিত আচার্য, হবিগঞ্জ বৌদ্ধ বিহার সাধারণ সম্পাদক ডাঃ স্বপন কুমার বড়ূয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার একরামুল সিদ্দিক ও সহকারী কমিশনার রুবাইয়া আফরোজ ।