Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে ৮ গ্রামের যুক্তরাজ্যে প্রবাসীর বৈঠক ॥ হাই স্কুল প্রতিষ্ঠায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের ৮ গ্রামের প্রবাসীরা যুক্তরাজ্য এক জরুরী বৈঠকে মিলিত হন। গতকাল দুপুরে যুক্তরাজ্যের ওল্ডহামে অনাড়ম্বর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিক মিয়া। বৈঠকে যুক্তরাজ্য অবস্থাররত ইউনিয়নের বাজকাশারা, সাদুল্লাপুর, গহরপুর, ভুবিরবাক, আমতৈল, মোল্লারাই, চৌশতপুর ও রাইয়াপুর গ্রামের প্রবাসীরা অংশ গ্রহণ করেন। উল্লেখিত বৈঠকে ৮ গ্রামের সমন্বয়ে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যমত পোষণ করে ভূমি নির্ণয়, ব্যাংক একাউন্ট এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নিমিত্তে একটি কমিটি গঠিত হয়েছে। প্রবাসী সূত্র জানায়, গ্রামীণ জনপদের উন্নয়নে শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের বিকল্প নেই। কোচিং বাণিজ্য মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করছে। প্রতিশ্র“তিশীল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের নিমিত্তে ওই এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা জরুরী। এলাকায় ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকার পরও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পরিবর্তন সাধিত হয়নি। বিগত ৭ বছর পূর্বে বাজকাশারা গ্রামে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রয়াত সাংসদ আলহাজ্ব দেওয়ান ফরিদগাজী। অদৃশ্য ইন্ধনে ওই উদ্যোগ ব্যাহত হয়। বৈঠকে উল্লেখিত স্থানকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে। দুই দিনের মধ্যে ভূমি সংক্রান্ত জটিলতার অবসানের নিমিত্বে ৫টি স্থানকে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্ণয় করা হয়। ৮ গ্রামের অর্থায়নে প্রস্তাবিত বিদ্যালয় প্রতিষ্ঠায় ঐক্যমত পোষণ করে প্রস্তাব গৃহীত হয়। দায়িত্বশীল সূত্র জানায়, আগামী জানুয়ারী থেকেই অষ্টম গ্রাম উচ্চ বিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালু করবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয়দের মুখে মুখে আলোচিত হচ্ছে অষ্ট গ্রাম উচ্চ বিদ্যালয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বিদ্যালয়ের নাম করণ নিয়ে আলোচনা হয়নি। তবে সার্বজনীন নামেই বিদ্যালয় প্রতিষ্ঠা হবে। ব্যাক্তি কেন্দ্রিক কোন প্রকার আধিপত্য থাকবেনা। বৈঠকে উপস্থিত ছিলেন, কুর্শি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমদ মুসা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবদুস সাত্তার, আলহাজ কুতুব উদ্দন, গিয়াস উদ্দিন, হাজী জয়তুন মিয়া, মোঃ আবদুল মুকিত, আবু তালিব নিজাম চৌধুরী, মোঃ এনায়েত রেজা, মুশাহিদ মিয়া, এম এ মোবারক, প্রবাসী সাংবাদিক আবু তাহের চৌধুরী, মোঃ বজলুর রহমান প্রমূখ।